Vastu Tips: জীবনে অনেক সময়েই অর্থাভাব দেখা দেয়। কখনও কখনও বাড়ির সদস্যদের জীবনে অমঙ্গল হতেও দেখা দেয়। এই দুই প্রকারের সমস্যা থেকে পরিত্রাণ পেতে চাইলে ঠাকুরের সিংহাসনে কিছু বিশেষ জিনিস রাখতে হবে। উক্ত জিনিসগুলো রাখলে সংসারের অমঙ্গল হয় না এবং বাড়িতে অর্থের আগমন ঘটে। সেই সমস্ত জিনিসের তালিকা নীচে তুলে ধরা হল।
(Vastu Tips) ঠাকুরের সিংহাসনে রাখুন এই জিনিসগুলো:
১. ময়ূর পঙ্খ (Peacock Feathers) : ময়ূরের পালক ভগবান বিষ্ণুর অন্যতম প্রিয় একটি জিনিস। তাই, এই পালককে সিংহাসনে রাখলে মা লক্ষ্মী সন্তুষ্ট হন। ফলস্বরূপ, বাড়ির সদস্যদের উপরে মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয় এবং বাড়িতে ইতিবাচক শক্তির আগমন ঘটে। ফলে অর্থে ফুলে ফেঁপে ওঠে সংসার।
২. শালিগ্রাম শিলা (Shaligram Shila): বাড়ির ও পরিবারের সদস্যদের জীবনে সুখশান্তি চাইলে সিংহাসনে রাখতে পারেন শালিগ্রাম শিলা। এই শিলা গৃহের জন্য খুবই শুভ বলে দাবি করা হয়। এই শিলার উপস্থিতিতে বাড়ির সদস্যদের জীবনে অমঙ্গল ঘটনা ঘটে না।
৩. শিবলিঙ্গ (Shiva Linga): সংসারের মঙ্গল চাইলে সিংহাসনে রাখতে হবে শিবলিঙ্গ। পরিবারের মঙ্গলের জন্য একটি খুবই দরকারি। নিয়মিতরূপে শিবলিঙ্গ পুজো করলে জীবনে কখনও কোনো প্রকারের অভাব দেখা দেবে না।
৪. শাঁখ (Shankh): শাস্ত্রে শাঁখকে খুবই পবিত্র বস্তু বলে গণ্য করা হয়। এর পবিত্রতাকে গঙ্গা জলের সঙ্গে তুলনা করা হয়েছে। পরিবারের সদস্যদের মঙ্গল চাইলে সিংহাসনে রাখতে হবে শাঁখ।
৫. গঙ্গাজল (Ganga Jaal): পরিবারের সদস্যদের মঙ্গল কামনায় গঙ্গা জলের বিশেষ গুরুত্ব রয়েছে। সংসারের মঙ্গল চাইলে সিংহাসনে গঙ্গা জলের উপস্থিতি অতি আবশ্যক। এই জল ঠাকুরের সিংহাসনে রাখলে আর্থিক অভাব দূরে চলে যায় এবং সংসারের মঙ্গল হয়।