রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Vastu Tips: পুজোর আগেই মিটে যাবে ধার-দেনা, বাস্তুমতে করুন এই কাজ

Vastu Tips: আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে মা লক্ষ্মীর শরণাপন্ন হতে হবে। তিনি সম্পদের দেবী নামে পরিচিত। তাঁকে সন্তুষ্ট করতে পারলে আর্থিক অভাব দূর হওয়ার পাশাপাশি জীবনে আর্থিক সমৃদ্ধি…

Advertisements

Vastu Tips: আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে মা লক্ষ্মীর শরণাপন্ন হতে হবে। তিনি সম্পদের দেবী নামে পরিচিত। তাঁকে সন্তুষ্ট করতে পারলে আর্থিক অভাব দূর হওয়ার পাশাপাশি জীবনে আর্থিক সমৃদ্ধি দেখা দেবে। অনেক সময়েই মানুষ ঋনে জর্জরিত হয়ে যায় এবং চেষ্টা করেও নানান সমস্যার কারণে ঋণ থেকে বেরোতে পারে না। আজকের প্রতিবেদনে বাস্তুশাস্ত্রের এমন কিছু পরামর্শ তুলে ধরা হয়েছে, যেগুলো মেনে চললে ঋণ থেকে মুক্তি পাওয়ার পাশাপাশি আর্থিক উন্নতিরও দেখা পাওয়া যাবে।

বাস্তুমতে ঋণমুক্ত হওয়ার উপায় (Vastu Tips)

Vastu Tips

Advertisements

১. নিম কাঠ: বাস্তুশাস্ত্র অনুযায়ী, নিমকাঠ ব্যবহার করে ঋণ থেকে মুক্তি মিলতে পারে। এর জন্য শুক্রবার বাড়িতে নিম কাঠ নিয়ে এসে প্রথমে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে। তারপরে নুন ও জল মিশিয়ে তা কাঁচের পাত্রে নিয়ে সেটাতে রাখতে হবে।

Vastu Tips

২. গোলাপ ফুলের মালা: জীবনে সম্পত্তির পরিমাণ বৃদ্ধি করতে চাইলে প্রত্যেক শুক্রবারে মা লক্ষ্মীর কাছে গোলাপ ফুলের মালা অর্পণ করতে হবে। অর্পণ করা হয়ে গেলে ঘিয়ের প্রদীপ দিয়ে মা লক্ষ্মীর আরতি করে একইদিনে সাদা মিষ্টি দান করতে হবে। এই দানের কাজ মহিলাদেরকে করতে হবে।

Vastu Tips

৩. পিপল গাছ: চাকরিতে আর্থিক উন্নতি চাইলে প্রত্যেক শুক্রবারে জল ও মিষ্টি রেখে গাছটিকে বার তিনেক প্রদক্ষিণ করতে হবে। এরপরে চাকরি সংক্রান্ত আর্থিক উন্নতির প্রার্থনা করলে ভালো ফল পাওয়া যায়।

Vastu Tips

৪. সুগন্ধী: প্রত্যেক শুক্রবারে গোলাপ ফুল রেখে এটার উপরে মা লক্ষ্মীর ছবি রাখতে হবে। এই ছবিতে গোলাপ ফুলের সুগন্ধী নিবেদন করতে হবে। কাজে যাওয়ার আগে একই সুগন্ধী ব্যবহার করে বেরোলে ব্যবসা সংক্রান্ত বিভিন্ন রকমের সমস্যা মিটে যাবে। ব্যবসার জায়গায় গোলাপ ফুলের উপরে মা লক্ষ্মীর মূর্তি রাখলে ভালো ফল মেলে।

Vastu Tips

৫. দুধ: আটকে থাকা টাকা ফেরত পেতে চাইলে দুধ-জল নিবেদন করতে হবে চন্দ্রের কাছে। এর জন্য এক ঘটি জলে অল্প দুধ মেশালেই হবে। এমনটা করা হয়ে গেলে টাকা ফেরত সংক্রান্ত প্রার্থনা করতে হবে। এছাড়াও, প্রত্যেক শুক্রবারে দরিদ্রদের কাপড় ও মিষ্টি দিলেও ভালো ফল মিলবে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements