রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Vastu Tips: হু হু করে আসবে টাকা, ফিরবে ভাগ্য, প্রতি শনিবার ১১টি আম্র পল্লব দিয়ে করুন এই কাজ

Vastu Tips: আম (Mango Fruit) খেতে ভালো লাগে না, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আম পাতার (Mango Leaves) গন্ধও মোহিত করে দেওয়ার মতো। অনেকেই জানেন না, আম পাতার বাস্তুগুণ আছে।…

Advertisements

Vastu Tips: আম (Mango Fruit) খেতে ভালো লাগে না, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আম পাতার (Mango Leaves) গন্ধও মোহিত করে দেওয়ার মতো। অনেকেই জানেন না, আম পাতার বাস্তুগুণ আছে। আম পাতা বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানে ব্যবহৃত হয়।

(Vastu Tips) Is Mango Leaves good for Vastu?

আম পাতা ব্যবহার করলে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করলে ভালো ফল পাওয়া যায়। বাস্তুশাস্ত্র অনুযায়ী, এই পাতা সঠিকভাবে ব্যবহার করতে পারলে জীবন থেকে বহু সমস্যা বিদায় নেয়।

Advertisements

(Vastu Tips) বাস্তুমতে আম পাতার ব্যবহার:

বাস্তুশাস্ত্রে আম পাতা ও কাঠ উভয় নিয়েই লেখা থাকলেও এই প্রতিবেদনে বাস্তুমতে আম পাতার ব্যবহার নিয়ে আলোচনা করা হল।

Vastu Tips

১. আম পাতা: আম পাতা বাস্তুমতে ব্যবহার করতে পারলে জীবনের বহু সমস্যা দূর হয়ে যাবে। বহু থেমে থাকা কাজ শেষ হবে।
২. বাড়ির প্রধান দরজা: আমের পাতা গোছা করে বেঁধে নিয়ে বাড়ির প্রধান দরজার কাছে ঝুলিয়ে রাখলে বাড়িতে নেতিবাচক শক্তি ঢুকতে পারে না। এমনটা করলে বাড়িতে সুখশান্তি ও আর্থিক সমৃদ্ধি বজায় থাকে।
৩. শনিবারে পুজো: শনিবারে আম পাতা সহকারে পুজো করলে আটকে থাকা কাজ এগোয়, বাড়িতে টাকা আসে। এর জন্য ঠাকুরঘরে ভগবান গণেশের মূর্তির কাছে আমের পাতা রেখে পুজো করতে হবে। পাশাপাশি পুরো ঠাকুরঘর প্রদীপ ও আম পাতা দিয়ে সাজাতে হবে।

Vastu Tips

৪. বজরংবলির পুজো: আম পাতায় ‘জয় শ্রী রাম’ লিখে সেই পাতা ব্যবহার করে হনুমান মন্দিরে প্রত্যেকদিন পুজো করতে হবে। আম বজরংবলির প্রিয় ফল হওয়ায় তাঁর আশীর্বাদ পাওয়া যায়।
৫. চন্দ্রকে নিবেদন: ১১টি আমের পাতার সারি বেঁধে প্রত্যেক শনিবারে তা চন্দ্রকে নিবেদন করতে হবে। এক শনিবারে বেঁধে মনে করে পরের শনিবারে খুলতে হবে। এমনটা করলে বাড়িতে আর্থিক সমৃদ্ধি দেখা দেয়। বাড়ির সদস্যদের স্বাস্থ্যও ভালো থাকে।

সতর্কবার্তা (Warning): আম পাতার সারির সঙ্গে কখনওই প্লাস্টিকের ফুল ঝোলানো যাবে না। এমনটা করলে হিতের বিপরীত হতে পারে।

[Disclaimer: বাস্তুবিদদের মতামতের ভিত্তিতে এটি রচিত। ব্যক্তিবিশেষে এর প্রভাব ভিন্ন হতে পারে]

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements