রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Vastu Tips: বাড়ির আশেপাশের এই ৭ জিনিস সরিয়ে ফেলুন, নইলে পথের ‘ভিখারি’ হয়ে যেতে পারেন

Vastu Tips: অনেক সময় দেখা যায়, হাজার চেষ্টা করেও জীবনে উন্নতি আসছে না। বাস্তু বিশেষজ্ঞদের মতে, এমনটা কিছু ফ্যাক্টকে কেন্দ্র করে হতে পারে। কিছু পদক্ষেপ বা কিছু জিনিস বাড়ির সদস্যদের…

Advertisements

Vastu Tips: অনেক সময় দেখা যায়, হাজার চেষ্টা করেও জীবনে উন্নতি আসছে না। বাস্তু বিশেষজ্ঞদের মতে, এমনটা কিছু ফ্যাক্টকে কেন্দ্র করে হতে পারে। কিছু পদক্ষেপ বা কিছু জিনিস বাড়ির সদস্যদের জীবনে উন্নতি আসতে বাধা দিতে পারে এবং ক্রমাগত বাড়ির সদস্যদের স্বাস্থ্য খারাপ করতে পারে। আজকের প্রতিবেদনে এমনই ৭টি জিনিসের নাম তুলে ধরা হল (Vastu Tips)।

কোন জিনিনগুলো বাড়িতে বা বাড়ির আশেপাশে রাখা যাবে না? (Vastu Tips)

১. নোংরা জল: বাড়ির বাইরে নোংরা জল জমতে দেওয়া যাবে না। এমনটা করলে বাড়িতে নেতিবাচক শক্তি আসে এবং পরিবারের মধ্যে অশান্তি দেখা দেয়।

Advertisements

Vastu Tips

২. ক্যাকটাস: কাঁটাযুক্ত গাছ বাড়িতে রাখা যাবে না। তাই ক্যাকটাসও বাড়ি থেকে দূর করতে হবে। এর উপস্থিতিতে বাড়ির লোকেরা অসুস্থ হয়ে যেতে পারে এবং বাড়িতে ঝগড়া-বিবাদ দেখা দিতে পারে।
৩. ময়লা-আবর্জনা: বাড়ির বাইরে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে হবে। নইলে বাড়ির সদস্যদেরকে দীর্ঘদিন ঋণের বোঝা সহ্য করে যেতে হবে।
৪. পাথর: বাড়ির বাইরে পাথর জমা হতে দেওয়া যাবে না। এমনটা হয়ে থাকলে সমস্যা থেকে কখনওই মুক্তি পাওয়া যাবে না।

Vastu Tips

৫. বিদ্যুতের খুঁটি: বাড়ির বাইরে বিদ্যুতের খুঁটি থাকা বাড়ির জন্য ভালো নয়। এর উপস্থিতিতে পরিবারের সদস্যদের জীবন আরও জটিল হয়ে যেতে পারে।
৬. উঁচু সড়ক: বাড়ির বাস্তু নিয়ন্ত্রণে সড়কও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাড়ির বাইরের সড়ক বাড়ির প্রধান দরজার থেকে উঁচু হলে চলবে না। এমনটা হলে বাড়ির সদস্যদের স্বাস্থ্য খারাপ হতে পারে এবং জীবনে দুঃখকষ্টের বন্যা বয়ে যেতে পারে। এক্ষেত্রে বাড়ির সড়কের থেকে নিচু হলেও সিঁড়ি বানিয়ে নিয়ে প্রধান দরজার উচ্চতা সড়কের থেকে বেশি করতে হবে।

Vastu Tips

৭. লতা গাছ: অনেক সময়েই দেখা যায় বাড়ির প্রধান দরজায় লতা বেয়ে উঠেছে। জানিয়ে রাখি, বাড়ির জন্য এটি শুভ নয়। এতে শত্রুর সংখ্যা বেড়ে যায় এবং জীবন আরও দুর্বিষহ হয়ে ওঠে। যার ফলে জীবনে উন্নতি দেখা দেয় না।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements