Vastu Tips: বাস্তুশাস্ত্র মেনে চলাকে কেন্দ্র করে এই পৃথিবীতে মূলত দুই ধরণের মানুষ বাস করেন। এক পক্ষ বাস্তুশাস্ত্রে বিশ্বাস করেন না এবং অপর পক্ষের অগাধ আস্থা রয়েছে বাস্তুশাস্ত্রের উপর। এরই মধ্যে কিছু মানুষ আছেন, যাঁদের আবার বাস্তুশাস্ত্রে বিশ্বাস থাকলেও সঠিক নিয়ম না জানার অভাবে জীবনে বাস্তুশাস্ত্রের নিয়মনীতি পালন করতে পারেন না।
জীবন সর্বদাই একই সরলরেখায় চলে না। কখনও সুখ, কখনও দুঃখ আসে জীবনে। তবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে দুঃখ যেন বিদায় নিতেই চায় না। বাস্তুবিদদের মতে, এর ওষুধ রয়েছে বাস্তুশাস্ত্রে। ঠিকঠাকভাবে মেনে চললে বাড়িতে সুখ-সমৃদ্ধি আসতে দেখা যাবে এবং দূর হবে অভাব-অনটন। বাস্তুবিদদের মতা অনুযায়ী, বাড়িতে থাকা বিশেষ ৫টি গাছ কখনওই কাটতে নেই। কেটে ফেলে সংসারে অশান্তি ঘনিয়ে আসে। নিম্নে এই সমস্ত গাছের নামই তুলে ধরা হল।
গাছগুলোর নাম হল-
১. নারকেল গাছ: এই গাছ মহাদেবের প্রতিকৃতি হিসাবে পরিচিত। পুজোর সময় নারকেল ব্যবহার করা হয়। এই গাছ বাড়ির মধ্যে থাকলে অন্ন, অর্থ ও বস্ত্রের অভাব হয় না। কেটে ফেললে দারিদ্রতা ও অভাব ঘনিয়ে আসতে দেখা যায়।
২. বেল গাছ: নারকেল গাছের পাশাপাশি বেল গাছও শিবের প্রতিরূপ হিসাবে পরিচিত। মহাদেবের পুজো করার সময়ে বেল অপরিহার্য। সাধু-সন্ন্যাসীরা তো বেলকে স্বয়ং মহাদেব বলে মেনে চলেন। এই গাছ কেটে ফেললে বাড়িতে বিপর্যয় আসার সম্ভাবনা থাকে।
৩. নিম গাছ: এই গাছকে নারায়ণের প্রতিকৃতি মূর্তি হিসাবে গণ্য করা হয়। এই গাছ কাটলে বাড়িতে অশান্তির সৃষ্টি হয়। বাড়িতে ছোট সন্তান থাকলে তাঁর জীবনে কুপ্রভাব পড়ে।
৪. অশ্বত্থ গাছ ও বট গাছ: এই গাছগুলো গ্রামেগঞ্জে দেখা গেলেও, শহরাঞ্চলে আর দেখা যায় না। বাস্তুশাস্ত্র অনুযায়ী, এই গাছ কাটতে নেই। কাটলে বাড়ির অমঙ্গল হতে পারে।
তাহলে কি প্রয়োজনেও গাছ কাটা যাবে না?
হ্যাঁ, কাটা যাবে। অনেক সময় পরিস্থিতির ভিত্তিতে গাছ কাটতে হয়। এক্ষেত্রে পুজো করে গাছ কাটার কথা বলা হয়েছে বাস্তুশাস্ত্রে। একইসঙ্গে সেই গাছের চারা অন্য স্থানেও বসাতে হবে।
[Disclaimer: বাস্তুবিদদের মতামতের ভিত্তিতে এটি রচিত। ব্যক্তিবিশেষে এর ফল ভিন্ন হতে পারে।]