Vastu Tips: জীবনে অনেক সময় আর্থিক সমস্যা দেখা দিতে শুরু করলে বিদায় নেওয়ার নাম নেয় না। এই অবস্থায় বাস্তুশাস্ত্রের পরামর্শ (Vastu Tips) মেনে চললে জীবনে বজায় থাকে অর্থাভাব বিদায় নিতে দেখা যাবে। শাস্ত্র অনুযায়ী, মানিব্যাগে থাকা কিছু বস্তু আর্থিক সমস্যা (Money Bag Vastu Tips) ডেকে আনতে পারে। মানিব্যাগে কী কী রাখা উচিত নয় (Money Bag Vastu Tips), আজকের প্রতিবেদনে সেটাই আলোচনা করা হল।
(Vastu Tips) বাস্তুমতে মানিব্যাগে কী কী রাখবেন না?
১. চাবি (Key): বাস্তুশাস্ত্রে মানিব্যাগে চাবি রাখতে মানা করা হয়েছে। বলা হয়েছে, মানিব্যাগে চাবি রাখলে আর্থিক সমস্যার মুখে পড়তে পারেন সংশ্লিষ্ট ব্যক্তি। তাঁর জীবনে আর্থিক অভাব দেখা দিতে পারে। আর এই জন্যেই মানিব্যাগে চাবি না রাখাই ভালো।
২. পুরোনো বিল (Old Bills): পুরোনো বিল মানিব্যাগ থেকে দূরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে বাস্তুশাস্ত্রে। শাস্ত্রে লেখা রয়েছে মানিব্যাগে পুরোনো বিল রাখলে তা অশুভ বলে ধরা হয়। এই প্রকৃতির বিল পার্স বা মানিব্যাগে রাখলে আর্থিক লোকসানের মুখে পড়তে পারেন ব্যক্তি। তাই আর্থিক সংকট থেকে বাঁচতে হলে মানিব্যাগে রাখা যাবে না পুরোনো বিল।
৩. ওষুধ (Medicine): বহু মানুষ আছেন, যাঁরা নিজের পার্সে বা মানিব্যাগে ওষুধ রাখেন। অনেকেই জানেন না, বাস্তুশাস্ত্রে এই কাজটিকে অশুভ বলে চিহ্নিত করা হয়েছে। মানিব্যাগে ওষুধ থাকলে নেতিবাচক শক্তি টানে। ফলে ভালো হওয়ার পরিবর্তে খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই, মানিব্যাগে ওষুধ রাখা যাবে না।
৪. ছেঁড়া ছবি (Torned Photo): বাস্তুশাস্ত্রে মানিব্যাগে ছেঁড়া ছবি রাখায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শাস্ত্রে বলা হয়েছে, মানিব্যাগে ছেঁড়া ছবি রাখলে তা দুর্ভাগ্য ডেকে আনে। আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন সংশ্লিষ্ট ব্যক্তি। খারাপ হয়ে যাওয়া কাগজও মানিব্যাগে রাখতে মানা করা হয়েছে।
৫. মৃত ব্যক্তির ছবি (Dead People’s Photo): অনেকেই আবেগের বশে মৃত আপনজনদের ছবি পার্সে বা মানিব্যাগে রাখেন। বাস্তুশাস্ত্রে এমন কাজ করতে মানা করে হয়েছে। শাস্ত্র অনুযায়ী, এই ঘটনা জীবনে অশুভ বার্তা বয়ে আনে এবং নেতিবাচক শক্তি আকর্ষণ করে। তাই মানিব্যাগে মৃত ব্যক্তির ছবি রাখা উচিত নয়। রাখলে জীবনে আর্থিক অভাব দেখা দিতে পারে।