Vastu Tips: লবঙ্গের উপকারিতা একাধিক। এটি রান্নার স্বাদ বৃদ্ধি করার পাশাপাশি জীবনের একাধিক সমস্যা দূর করতে সক্ষম। আজকের এই প্রতিবেদনে বাস্তুশাস্ত্র অনুসারে লবঙ্গের কিছু উপকারিতা তুলে ধরা হল। বাস্তুমতে নির্দেশিত এই নিয়মগুলো মেনে চললে জীবনের একাধিক সমস্যা বিদায় নিতে দেখা যাবে।
বাস্তুমতে লবঙ্গের উপকারিতা:
১. পরিবারের সদস্যদের সুখসমৃদ্ধি চাইলে: আপনি যদি পরিবারের সদস্যদের সুখসমৃদ্ধি চান, তাহলে শ্রাবণ মাসে শিবলিঙ্গে অর্পণ করতে পারেন ২টি লবঙ্গ। তবে এরজন্য সঠিক নিয়ম পালন করতে হবে। প্রথমে একটি তামার ঘটি নিয়ে সেটাকে জল পূর্ণ করতে হবে। মুখে ‘ওম নমঃ শিবায়’ জপ করতে করতে এই জল শিবলিঙ্গে ঢালতে হবে। এরপরে দুটি লবঙ্গ নিবেদন করতে হবে এবং সবশেষে প্রদীপ জ্বালাতে হবে।
● এই নিয়ম মেনে কাজ করলে মহাদেবের কৃপা বর্ষিত হবে আপনার বাড়ির সদস্যদের উপরে। ফলস্বরূপ, বাড়িতে সুখসমৃদ্ধির আগমন ঘটবে। আর্থিক উন্নতি হওয়ার পাশাপাশি জীবনের নানান সমস্যা উল্টো পথে হাঁটা দিতে দেখা যাবে।
২. বাড়িতে শান্তি চাইলে: অনেক সময় দেখা যায়, বাড়িতে অহেতুক ঝগড়া-বিবাদ লেগে রয়েছে। এইরকম ঘটনা ঘটতে থাকলে বুঝতে হবে যে, আপনার বাড়িতে নেতিবাচক শক্তি বাস করেছে। এর জন্য আপনার বাড়ির অন্দরে ৭-৮টার মতো লবঙ্গ আগুনে পুড়িয়ে দিতে হবে। এছাড়াও বাড়ির কোনো একটা নির্দিষ্ট কোণে ৭-৮টা লবঙ্গ রেখে দিলেও কাজ হবে। পুজো করার সময়ে আরতিতে দুটি লবঙ্গ মিশিয়ে পুজো সম্পন্ন হয়ে গেলে তা নিয়ে পুরো বাড়িতে একবার ঘুরে নিতে হবে।
● উল্লিখিত নিয়ম মেনে চললে বাড়ি থেকে নেতিবাচক শক্তি বিদায় নেবে এবং ইতিবাচক শক্তির আগমন ঘটবে।
৩. আর্থিক সমস্যা থেকে মুক্তি: এই সমস্যার সমাধানেও হাজির লবঙ্গ। হাতে ৫টা গোলমরিচ ও ৫টা লবঙ্গ নিয়ে মাথার উপরের দিকে ঘড়ির কাঁটার গতির অনুযায়ী ঘুরিয়ে সেই লবঙ্গগুলো দূরে কোথাও ফেলে দিতে হবে। এমনটা করলে জীবন থেকে আর্থিক সমস্যা বিদায় নেবে।
DISCLAIMER: এই তথ্যটি সাধারণ তথ্যের ভিত্তিতে লেখা হয়েছে। আরও বিস্তারিত জানতে হলে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নিন।