রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Vastu Tips: চুম্বকের মতো টাকা টানে ময়ূরের পালক, বাস্তুমতে রাখুন ঘরের এই দিকে

Vastu Tips: হিন্দু ধর্মে ময়ূরের পালকের বিশেষ গুরুত্ব রয়েছে। এই পালকের মধ্যে ৯টি গ্রহ অবস্থান করে ও সমস্ত দেব-দেবীর বাস রয়েছে। হিন্দু শাস্ত্রে এটিকে অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়।…

Advertisements

Vastu Tips: হিন্দু ধর্মে ময়ূরের পালকের বিশেষ গুরুত্ব রয়েছে। এই পালকের মধ্যে ৯টি গ্রহ অবস্থান করে ও সমস্ত দেব-দেবীর বাস রয়েছে। হিন্দু শাস্ত্রে এটিকে অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। এই পালকের সাহায্যে জীবনের দিশা বদলানো সম্ভব। নিম্নে বাস্তুমতে ময়ূরের পালকের (Peacock Feather Vastu Tips) উপকারিতা নিয়ে আলোচনা করা হল।

Vastu Tips

Advertisements

(Vastu Tips) বাস্তুমতে ময়ূর পালকের উপকারিতা:

১. আর্থিক অভাব থেকে মুক্তি পেতে চাইলে: বাড়িতে আর্থিক সমস্যা দেখা দিলে বাস্তুমতে ময়ূরের পালকের সাহায্যে তা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। এর জন্য বাড়ির বা অফিসের দক্ষিণ-পূর্ব দিক করে ময়ূরের পালক রাখা যেতে পারে।
২. আটকে থাকা কাজ শেষ করতে চাইলে: জীবনে অনেক সময়েই ভালো কাজ এগোতে দেখা যায় না। নিজের কারণে হোক বা হোক অন্যের কারণে, এই সমস্ত কাজ অনেক সময়েই সম্পন্ন হতে বাধার মুখে পড়তে হয়। কোনো বিশেষ কাজ ভালোভাবে শেষ করতে চাইলে বেডরুমের দক্ষিণ-পূর্ব দিকে বা পূর্ব দিকে ময়ূরের পালক রাখলে ভালো ফল পাওয়া যায়।

Vastu Tips

৩. পড়ুয়াদের মনোযোগ ও একাগ্রতা বাড়াতে চাইলে: অনেক সময়েই দেখা যায় যে, পড়াশোনায় বাড়ির শিশুদের মন বসছে না। এই অবস্থায় পড়ার রুমে বা বইয়ের মাঝে ময়ূরের পালক রাখলে কার্যকরী ফল পাওয়া যায়।
৪. বাস্তুদোষ ঠিক করতে চাইলে: বাড়ির বাস্তুদোষ দূর করার ব্যাপারেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে ময়ূর। এর জন্য ময়ূরের পালক গণেশের মূর্তির সঙ্গে রাখতে হবে। এমনটা করলে বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূরে চলে যায়। এছাড়াও, একটি সাদা সুতোয় ময়ূরের পালক বেঁধে ‘ওম সোমায় নমঃ’ মন্ত্রটি জপ করলে ভালো ফল পাওয়া যাবে।
৫. ইতিবাচক শক্তি বজায় রাখতে চাইলে: বাড়ির প্রধান দরজায় ময়ূরের পালক রাখলে অশুভ শক্তি আসতে পারে না। ফলস্বরূপ, বাড়িতে ইতিবাচক পরিবেশ বজায় থাকে।
৬. অশুভ শক্তি দূরে রাখতে চাইলে: ৩টি ময়ূরের পালককে কালো সুতোয় বেঁধে হাতে সুপারি নিয়ে জল ছিটিয়ে ২১ বারের মতো ‘ওম শনৈশ্চরায় নমঃ’ জপ করলে কার্যকরী ফল পাওয়া যায়।

Vastu Tips

৭. সুখ চাইলে: বাড়ির বসার ঘরে নাচতে থাকা ময়ূরের ছবি লাগালে ভালো ফল পাওয়া যেতে পারে।
৮. আর্থিক সমৃদ্ধি চাইলে: ময়ূরের পালক লকারে রাখলে বাড়িতে অর্থের আগমন ঘটতে পারে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements