Vastu Tips: জীবনের নানান সমস্যার মোড় ঘুরিয়ে দিতে পারে ময়ূরের পালক। এর মধ্যে প্রচুর পরিমাণে শুভ শক্তি লুকিয়ে রয়েছে। তাই এটি জীবনের প্রায় যে কোনো সমস্যা দূর করতে সক্ষম। নিম্নে ময়ূরের উপকারিতা নিয়ে আলোচনা করা হল (Peacock Feather Tips)।
বাস্তুমতে বাড়িতে ময়ূরের পালক রাখার সুফল (Benefits of Peacock Feather)
১. আর্থিক অনটন দূর করে: আর্থিক অনটন থেকে মুক্তি পেতে চাইলে জন্মাষ্টমীর দিনে একটি বিশেষ কাজ করতে হবে। ওইদিন ময়ূরের পালক নিয়ে রাধাকৃষ্ণের মন্দিরে নিবেদন করতে হবে এবং ৪০ দিনের মতো রেখে দিতে হবে। এরপরে এই পালকই বাড়িতে এনে লকারের মধ্যে রাখতে হবে। এমনটা করলে বাড়ির সদস্যদের জীবনে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ বর্ষিত হবে।
২. বাস্তুদোষ ঠিক করে: ভগবান শ্রী কৃষ্ণের পায়ের কাছে ময়ূরের পালক রাখলে বাস্তুদোষ দূর হয়ে যায়।
৩. গ্রহদোষ কাটায়: গ্রহদোষ কাটাতে চাইলে হাতে একটি ময়ূরের পালক নিতে হবে। এই ময়ূরের পালকে গঙ্গাজল ছিটাতে হবে এবং যে গ্রহকে প্রসন্ন করতে চান সেই গ্রহের ২১বার মন্ত্র জপ করতে হবে। এরপরে এই পালকটিকে ঘরের এমন কোণে রাখতে হবে, যেখান থেকে পালকটিকে স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়।
৪. খারাপ স্বপ্ন দেখা থেকে বাঁচায়: খারাপ স্বপ্ন মানুষের রাতের ঘুম নষ্ট করে দেয়, ঘুম থেকে ওঠার পরেও সারাদিন ভাবতে বাধ্য করে দেয়। এই ধরণের স্বপ্ন থেকে মুক্তি পেতে চাইলে যে বালিশে মাথা রেখে ঘুমান, সেই বালিশের তলায় ময়ূরের পালক রাখলে ফল হাতেনাতে পাওয়া যাবে।
৫. শনির প্রকোপ থেকে রক্ষা করে: ৩টে ময়ূরের পালক নিয়ে কালো সুতোয় বেঁধে রাখতে হবে। এরপরে এতে ছিটাতে হবে গঙ্গাজল এবং সঙ্গে ২১বার ‘ওম শনিশ্চরায় নমহঃ’ জপ করতে হবে। এমনটা করলে শনির প্রকোপ থেকে মুক্তি পাওয়া যাবে।