রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Vastu Tips: বাড়িতে পায়রায় বাসা করা কিসের ইঙ্গিত দেয়!

Vastu Tips: বাড়িতে পায়রা আসা নিয়ে বা বাসা বাঁধা নিয়ে নানান মত রয়েছে। কোনটা শুভ এবং কোনটা অশুভ এই নিয়ে বিতর্ক কম হয়নি। কোনটা বাড়ির জন্য ভালো এবং কোনটা নয়,…

Advertisements

Vastu Tips: বাড়িতে পায়রা আসা নিয়ে বা বাসা বাঁধা নিয়ে নানান মত রয়েছে। কোনটা শুভ এবং কোনটা অশুভ এই নিয়ে বিতর্ক কম হয়নি। কোনটা বাড়ির জন্য ভালো এবং কোনটা নয়, সবটাই বাস্তুশাস্ত্রে আলোচনা করা হয়েছে। আজকের প্রতিবেদনে এই বিষয়েই সংক্ষেপে আলোচনা করা হল (Pigeon Vastu Tips)।

Pigeon Vastu Tips

(Vastu Tips) পায়রা বাড়িতে বাসা বাঁধলে কী হয়?

১. বাড়িতে পায়রা থাকা ভালো কথা নয়। কারণ এটি অশুভ বার্তা বয়ে আনে।
২. বাড়িতে পায়রার বাসা বাঁধলে আর্থিক সমস্যা দেখা দিতে পারে।

Advertisements

পায়রা বাড়িতে থাকলে কী করা উচিত?(What to do if pigeon stays at home?)

১. বাড়িতে পায়রা বাসা বাঁধলে সেই বাসা বাড়ি থেকে দূরে রেখে আসতে হবে।
২. কোষ্ঠীতে বৃহস্পতি দুর্বল অবস্থানে থাকতে দেখা গেলে পায়রাকে খাঁচা থেকে মুক্তি দিয়ে দেওয়া উচিত।

Pigeon Vastu Tips

পায়রা বাড়িতে এলে কী হয়?(What happens if pigeon comes in home?)

১. বাড়িতে পায়রা এলে তা শুভ বার্তা বহন করে।
২. পায়রার উপস্থিতিতে বাড়িতে সাফল্য আসে।
৩. বাড়িতে পায়রা আসতে দেখলে সৌভাগ্যের দরজা খুলে যায় জীবনে।
৪. বাড়িতে আসা পায়রাকে অন্ন খাওয়ালে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। একইসঙ্গে পরিবারের ঝগড়া-বিবাদও মিটে যায়।
৫. আসা পায়রাকে অন্ন খাওয়ালে পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো হয়।

vastu tips

পায়রা বাড়িতে এলে কী করা উচিত?(What to do if pigeon comes in home?)

১. পায়রাদের বাড়িতে আসতে দেখলে খাবার ও জল খাওয়াতে হবে। এমনটা করলে তাঁদের আশীর্বাদে বাড়িতে সুখশান্তি বজায় থাকবে এবং বাড়িতে আর্থিক সমৃদ্ধি দেখা দেবে।
২. তবে বাড়িতে পায়রা এলে ভুল করেও ছাদে খাওয়ানো যাবে না। বাড়ির আঙিনায় খাওয়ালে ভালো ফল পাওয়া যায়। এই নিয়ম মেনে খাওয়ালে রাহু ও বুধ গ্রহের শুভ প্রভাব পড়ে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements