রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

বারবার বাড়িতে পায়রা আসা কিসের ইঙ্গিত দেয়? অঘটন হওয়ার আগে জানুন

Vastu Tips: পায়রার উপস্থিতি বাড়িতে নেতিবাচক ও ইতিবাচক দুই রকমেরই প্রভাব ফেলতে পারে। পায়রা বাড়িতে বাসা বাঁধলে এক প্রভাব পড়ে, আবার পায়রা বাড়িতে এলে আরেক পরিবেশ সৃষ্টি হয়। এর মধ্যে…

Advertisements

Vastu Tips: পায়রার উপস্থিতি বাড়িতে নেতিবাচক ও ইতিবাচক দুই রকমেরই প্রভাব ফেলতে পারে। পায়রা বাড়িতে বাসা বাঁধলে এক প্রভাব পড়ে, আবার পায়রা বাড়িতে এলে আরেক পরিবেশ সৃষ্টি হয়। এর মধ্যে কোন ঘটনা ইতিবাচক প্রভাব ফেলে? পায়রা বাড়িতে এলেই বা কী হয়? নিম্নে সংক্ষেপে আলোচনা করা হল (Pigeon Vastu Tips)।

Vastu Tips

বাস্তুমতে বাড়িতে পায়রা এলে কী হয়? (What happens if Pigeon comes in home as per vastu?)

১. পায়রা বাড়িতে এলে শুভ বার্তা বয়ে আনে।
২. বিশেষজ্ঞদের মতে, বাড়িতে যদি পায়রার পালক রাখা হয়, তাহলে বাড়ি থেকে অর্থাভাব দূরে চলে যায় এবং বাড়ির সদস্যরা ঋণ থেকে মুক্তি পান।
৩. পায়রা পালক বাড়িতে ইতিবাচক পরিবেশ তৈরি করার মাধ্যমে শান্তি বজায় রাখতে সাহায্য করে।
৪. বহু জায়গায় পায়রাকে দেবতার দূতও বলা হয়। ঋণ থেকে মুক্তি পেতে চাইলে পায়রার পালক বাড়ির বিভিন্ন কোণে রেখে দিতে হবে।
৫. পায়রার পালক কোনো খোলা জায়গায় রাখলে হবে না। মাথায় রাখতে হবে, কেউ যেন সেই পালক দেখতে না পায়।
৬. বাড়ির সম্পদ বৃদ্ধি করতে চাইলে পায়রার পালক বেডরুমের পূর্ব কোণে, কিচেনের উত্তর কোণে এবং ড্রয়িং রুমের দক্ষিণ কোণে রাখতে হবে।
৭. মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চাইলে পায়রার পালক লাল বা সাদা রঙের কাপড়ে জড়িয়ে ধ্যান করতে হবে। এমনটা করলে বাড়ি থেকে আর্থিক অনটন দূর হয়ে যায়।
৮. ব্যবসায় লাভ পেতে চাইলে পায়রার পালক ও হলুদ কাপড় হলুদ কাউরি দিয়ে বেঁধে হলুদ মাখিয়ে রাখতে হবে। এমনটা করলে ব্যবসা ফুলেফেঁপে উঠবে।

Advertisements

Vastu Tips

বাস্তুমতে পায়রা বাড়িতে ডিম দিলে কী হয়? (What happens if Pigeon lay eggs at home as per vastu?)

বাড়িতে পায়রা ডিম দিলে তা বাড়ির জন্য শুভ বার্তা বয়ে আনে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements