Vastu Tips: বাড়িতে তুলসী গাছ থাকলে তা বাড়ির জন্য খুবই শুভ। এই গাছে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু থাকেন। যার ফলে পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো থাকে, জীবনে আর্থিক উন্নতি দেখা দেয়। বাস্তুশাস্ত্রে বলা হয়েছে, এই গাছের সঙ্গে কিছু বিশেষ গাছ রাখলে বাড়ির সদস্যদের জীবনে সৌভাগ্যের দরজা খুলে যায়, সুখ উপচে পড়ে। একইসঙ্গে আর্থিক সমৃদ্ধি দেখা দেয় এবং ইতিবাচক শক্তিও বাড়িতে বজায় থাকে। নিম্নে এই নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করা হল (Plant Vastu Tips)।
(Vastu Tips) বাড়িতে তুলসী গাছের সঙ্গে কোন কোন গাছ লাগানো উচিত?
কিছু গাছ আছে যেগুলো তুলসী গাছের (Tulsi Tree) সঙ্গে বাড়িতে রাখলে বাড়ি ইতিবাচক শক্তিতে ভরে যায়। এই গাছগুলোর নামই এখানে উল্লেখ করা হল।
১. লজ্জাবতী (Shame Plant): লজ্জাবতী গাছ শনিদেবের অন্যতম প্রিয় গাছ। বাড়িতে এই গাছ রাখলে শনিদেব সন্তুষ্ট হন। তুলসী গাছ বাড়িতে থাকলে মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হয়। আর তাই, এই দুই গাছ থাকলে বাড়ির সদস্যদের জীবনে সুখসমৃদ্ধির বৃষ্টি দেখা যায়। শনিদেব বাধাবিপত্তি দূর করে দেওয়ার কারণে জীবনে সাফল্য পাওয়ার ক্ষেত্রেও সমস্যা দেখা যায় না।
২. কালো ধুতুরা ফুল (Stramonium flower): ধুতুরা ফুল মহাদেবের অন্যতম প্রিয় ফুল। বিশ্বাস করা হয়, এই ফুলে ভগবান শিব বাস করেন। বাড়িতে তুলসী গাছের সঙ্গে কালো ধুতুরা ফুল রাখলে বাড়ির বিবাহিত দম্পতিদের পারস্পরিক সম্পর্ক ভালো হয়। পরিবারের সদস্যদের ব্যবসায় লাভ ও চাকরিতে উন্নতি দেখা যায়। পিতৃদোষ থাকলেও তা থেকেও মুক্তি পাওয়া যায়।
(Vastu Tips) বাস্তুমতে বাড়িতে তুলসী গাছকে কীভাবে পুজো করা উচিত?
বাড়িতে তুলসী গাছের সঙ্গে লজ্জাবতী বা কালো ধুতুরা ফুলের গাছের মধ্যে কোনো একটি গাছ রাখতে হবে। কেউ চাইলে একসঙ্গে তিনটে গাছই রাখতে পারেন। এরপরে ভালো করে নিয়মবিধি পালন করে নিয়মিত পুজো করতে হবে। এরজন্য প্রত্যেকদিন সকালে উঠে স্নান করে নিয়ে জল অর্পণ করতে হবে। এই নিয়ম মেনে চললে জীবনে সৌভাগ্য আসবে এবং কারোর পিতৃদোষ থাকলেও তা কেটে যাবে।