Vastu tips: আর্থিক অভাব দূর করার জন্য বহু মানুষ সারাজীবন অক্লান্ত পরিশ্রম করে যান। কিছু মানুষ তাঁদের পরিশ্রমের ফল পেলেও বহু মানুষই সুখ ভোগ করা থেকে বঞ্চিত হন। বাস্তুমতে, এই অবস্থায় কিছু টোটকা মেনে চলতে হয়। শাস্ত্রে বলা হয়েছে, টোটকাগুলো মেনে চলতে পারলে জীবনের নানান সমস্যা দূর হবে এবং আর্থিক অভাবও ঘুঁচে যাবে। আজকের প্রতিবেদনে এই বিষয়েই আলোচনা করা হল। এক্ষেত্রে আপনার কাজে লাগতে পারে রান্নাঘরের এক অত্যন্ত প্রয়োজনীয় জিনিস গোটা শুকনো লাল লঙ্কা (Red Chilies Vastu Tips)। বিস্তারে জানতে হলে চট করে পড়ে ফেলুন এই প্রতিবেদন।
(Vastu tips) বাস্তুমতে শুকনো লঙ্কার ভূমিকা
শুকনো লাল লঙ্কা দিয়ে বাচ্চাদের নজর কাটানো হয়। কিন্তু অনেকেই জানেন না যে, এই লঙ্কার সাহায্যে প্রাপ্তবয়স্কদের জীবনের নানান রকমের সমস্যা দূর করা সম্ভব। শাস্ত্র মতে লাল লঙ্কার সাহায্যে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করা যায়। কীভাবে? জানুন এই প্রতিবেদনে।
(Vastu tips) বাস্তুমতে শুকনো লঙ্কার ৩ টোটকা
১. প্রথমে আপনাকে মা লক্ষ্মীর ঘট নিতে হবে। এরপরে ৭টি শুকনো লাল লঙ্কা একটি সাদা কাপড়ে মুড়ে পাঁচালি পড়ার সময়ে প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর আসনের সামনে রাখতে হবে। এমনটা করলে জীবনের নানান রকমের সমস্যা দূর হয়ে চলে যাবে।
২. এছাড়াও, ঘুমানোর আগে বালিশের নিচে কয়েকটি শুকনো লাল লঙ্কা রেখে ঘুমালে ভালো ফল পাওয়া যাবে।
৩. আর্থিক অভাব দূর করতে চাইলে ৭টি লঙ্কা নিয়ে টাকা রাখার আলমারিতে বা সিন্দুকে রাখতে হবে। এই টোটকা না থেমে একনাগাড়ে ৭দিন পালন করতে হবে। এমনটা করলেই আর্থিক সংকট জীবন থেকে বিদায় নেবে।