Vastu Tips: অনেকের বাড়িতে দেওয়ালে টিকটিকি দেখতে পাওয়া যায়। হুটহাট অনেক সময় এই প্রাণীগুলোকে মানুষের বিভিন্ন অঙ্গে পড়ে যেতে দেখা যায়। আর সেখানেই সমস্যার সূত্রপাত ঘটে। বহু মানুষই আতঙ্কে চেঁচিয়ে ওঠেন। অনেকেই জানেন না যে, শরীরে টিকটিকি পড়ার অস্বস্তিকর ঘটনা জীবনে শুভ ইঙ্গিত বয়ে আনতে পারে। নিম্নে শকুন শাস্ত্র অনুযায়ী এই ঘটনার প্রভাবই বিস্তারিতভাবে আলোচনা করা হল (effects of Lizard Falling)।
শরীরে টিকটিকি পড়া কি ভালো?(Is it lizard falling on human body good?)
১. টিকটিকি ডান কাঁধে পড়লে: শাস্ত্রে ডান দিকের কাঁধে টিকটিকি পড়ার ঘটনাকে শুভ বলে চিহ্নিত করা হয়েছে। এটি কোনো কাজে বা কোনো বিষয়ে জয়ী হওয়ার বার্তা বহন করে আনে। এছাড়াও এক্ষেত্রে অর্থ লাভের সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।
২. টিকটিকি মুখের উপর পড়লে: টিকটিকি মুখের উপর পড়লেও তা ইতিবাচক বার্তা বহন করে আনে। এটি আপনার সুস্বাদু খাবার পছন্দ হওয়ার ইঙ্গিত বহন করে। এই ঘটনা ঘটার অর্থ আপনি খুব শীঘ্রই খুবই সুস্বাদু কোনো খাবারের স্বাদ পেতে চলেছেন।
৩. গলা বা ঘাড়ের উপরে টিকটিকি পড়লে: এমনটা ঘটে থাকলে ভয় পাওয়ার কিছু নেই। কারণ, এই ঘটনা শুভ সংকেত বয়ে আনে। এই ঘটনা ঘটার অর্থ খুব শীঘ্রই আপনার সম্মান বৃদ্ধি পেতে চলেছে।
৪. টিকটিকি নাকের উপরে পড়লে: এই ঘটনাতেও ঘাবড়ানোর কিছু নেই। কারণ, শাস্ত্রে এই ঘটনাকেও শুভ বার্তা বয়ে আনার মাধ্যম বলে জানানো হয়েছে। আপনার নাকের উপরে পড়লে, এটি আপনার সৌভাগ্য বয়ে আনার ক্ষমতা রাখে।
৫. কানে টিকটিকি পড়লে: শাস্ত্র অনুযায়ী এই ঘটনার ফলাফল কানের অবস্থানের উপরে নির্ভর করে। কানের বাঁ দিকে টিকটিকি পড়লে আপনি দীর্ঘায়ু লাভ করবেন এবং ডান দিকের কানে পড়লে তা গয়না পাওয়ার ইঙ্গিত বয়ে আনে।
৬. কপালে টিকটিকি পড়লে: টিকটিকি যদি কপালের বাঁ দিকে পড়ে থাকে, তাহলে তা আর্থিক সমৃদ্ধি ও সম্পদ লাভের ইঙ্গিত বয়ে আনে।
৭. পায়ে টিকটিকি পড়লে: টিকটিকি যদি আপনার ডান দিকের পায়ে পড়ে তাহলে তা আপনার ভ্রমণ যাত্রার বার্তা বয়ে আনে।