রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Vastu Tips: বাড়িতে এই ৫টি ফুল রাখলে প্রসন্ন হবেন মা লক্ষ্মী, উপচে পড়বে অর্থ

Vastu Tips: হিন্দু শাস্ত্রে ফুলকে শুভ শক্তির প্রতীক হিসেবে মেনে চলা হয়। ফুলের গন্ধে বাড়ি সুরভিত হলে বাড়ির পরিবেশ ভালো থাকে। পুজোতেও ফুল ব্যবহৃত হয়। কিছু ফুলের উপস্থিতিতে বাড়ি থেকে…

Advertisements

Vastu Tips: হিন্দু শাস্ত্রে ফুলকে শুভ শক্তির প্রতীক হিসেবে মেনে চলা হয়। ফুলের গন্ধে বাড়ি সুরভিত হলে বাড়ির পরিবেশ ভালো থাকে। পুজোতেও ফুল ব্যবহৃত হয়। কিছু ফুলের উপস্থিতিতে বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূরে চলে যায় এবং বাড়ির সদস্যদের জীবনে দেব-দেবীর আশীর্বাদ বর্ষিত হয়। বাস্তুশাস্ত্রে কিছু ফুলের নাম উল্লেখ করা হয়েছে, যেগুলো বাড়িতে থাকলে পারস্পরিক সম্পর্ক ভালো হয়, বাড়িতে সুখশান্তি বজায় থাকে এবং বাড়ির আর্থিক সমস্যা ঠিক হয়ে যায়। আজকের প্রতিবেদনে এই সমস্ত ফুলের নিয়েই আলোচনা করা হল (Flower Vastu Tips)।

বাড়ির জন্য কোন কোন ফুল শুভ?(Which Flower is good for home as per Vastu?)

Vastu Tips

Advertisements

১. হলুদ গাঁদা ফুল (Yellow Marigold): ভগবান শ্রী কৃষ্ণের অন্যতম প্রিয় ফুল হল হলুদ গাঁদা ফুল। তাজা গাঁদাফুল এনে প্রত্যেক শুক্রবার নারায়ণের পুজো করলে পরিবারের সদস্যদের উপরে আশীর্বাদের বৃষ্টি হয়। একইসঙ্গে মা লক্ষ্মীও সন্তুষ্ট হন।

Vastu Tips

২. লাল গোলাপ ফুল (Red Rose): শাস্ত্র মতে, এই ফুল বাড়িতে থাকলে তা বাড়ির জন্য খুবই শুভ। বিবাহিত দম্পতির ঘরে এই ফুল রাখলে সম্পর্ক মজবুত হবে এবং পরস্পরের প্রতি প্রেম আরও বাড়বে। এই ফুলের গন্ধও মা লক্ষ্মীর খুব প্রিয়। তাই এই গাছের ফুল নিবেদন করে মা লক্ষ্মীর পুজো করলে তিনি খুশি হন।

Vastu Tips

৩. পানপাতা ও গোলাপ ফুলের পাপড়ি (Betel Leaf & Rose Petals): পরিশ্রমের ফল ভালোভাবে পাচ্ছেন না? ভালো করে টাকা উপার্জন করা অসম্ভব হয়ে পড়ছে? ঋণ থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়ে উঠছে না? এই সমস্ত প্রশ্নের উত্তর যদি ‘হ্যাঁ’ হয় এবং উল্লিখিত পরিস্থিতিগুলো থেকে মুক্তি পেতে চান, তাহলে মা লক্ষ্মীর কাছে পানপাতায় গোলাপের পাপড়ি নিয়ে নিবেদন করলেই ভালো ফল পাওয়া যাবে।

Vastu Tips

৪. পলাশ ফুল (Palash Flower): বাড়িতে পলাশ ফুল রাখলে তা বাড়ির জন্য শুভ। এই ফুলকে নারকেলের সঙ্গে বেঁধে সিন্দুক বা টাকার আলমারিতে রেখে দিলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।

Vastu Tips

৫. লাল জবা ফুল (China Rose): লাল জবা ফুল মা কালীর অন্যতম প্রিয় ফুল। এই কারণে শাস্ত্রে বাড়িতে জবা ফুলের গাছ থাকাকে শুভ বলা হয়েছে। এই গাছ সূর্যকিরণ ঠিকভাবে পাবে, এমন জায়গায় রাখতে হয়। প্রত্যেকদিন জবা গাছে জল দেওয়া প্রয়োজন।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements