রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Vastu Tips: উপচে পড়বে অর্থ, বাড়িতে তুলসী গাছের পাশে রাখুন এই ৩টি গাছ

Vastu Tips: দীর্ঘদিন ধরে বাড়িতে আর্থিক সংকট বজায় রয়েছে? অনেক কষ্ট করেও এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাচ্ছে না? এই ধরণের পরিস্থিতি থেকে মুক্তি পেতে চাইলে শাস্ত্রের উপদেশ মানতে পারেন।…

Advertisements

Vastu Tips: দীর্ঘদিন ধরে বাড়িতে আর্থিক সংকট বজায় রয়েছে? অনেক কষ্ট করেও এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাচ্ছে না? এই ধরণের পরিস্থিতি থেকে মুক্তি পেতে চাইলে শাস্ত্রের উপদেশ মানতে পারেন। শাস্ত্রে লেখা রয়েছে, তুলসী গাছের সঙ্গে বাড়িতে বিশেষ কিছু গাছ লাগালে বাড়ির আর্থিক অনটন দূর হয়ে যাবে, বাড়িতে আর্থিক সমৃদ্ধি দেখা দেবে। নিম্নে এই বিষয়েই বিস্তারিতভাবে আলোচনা করা হল (Tulsi Plant Tips)।

(Vastu Tips) তুলসী গাছের সঙ্গে কোন কোন গাছ লাগানো উচিত?

Vastu Tips

Advertisements

১. কলা গাছ (Banana Tree): বাড়িতে তুলসী গাছের সঙ্গে কলা গাছ লাগালে সংসার সমৃদ্ধ হয়। শাস্ত্রমতে এই গাছ বাড়িতে বৃহস্পতিবারে লাগানো উচিত। এই গাছের উপস্থিতিতে বাড়ি থেকে নেতিবাচক শক্তি চলে যায় এবং ইতিবাচক শক্তি আসে। বিশ্বাস করা হয়, এই গাছে ভগবান বিষ্ণুর বাস রয়েছে। প্রত্যেক বৃহস্পতিবারে এই গাছের পুজো করলে বাড়ির সদস্যরা উপকৃত হন। তুলসী গাছের সঙ্গে এই গাছ লাগালে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায়। ফলে আর্থিক সমস্যা দূর হয়। তুলসী ও কলা গাছকে বাড়ির প্রধান দরজার বাঁ দিকে ও ডানদিকে লাগাতে হবে।

Vastu Tips

২. শমী গাছ (Shami Tree): শাস্ত্রে বলা হয়েছে বাড়ির জন্য শমী গাছ খুবই শুভ। শনিদেবের সঙ্গে শমী গাছ জড়িত বলে দাবি করা হয়। আর তাই নিয়ম মেনে শমী গাছের পুজো করলে উপকৃত হন বাড়ির সদস্যরা। বাড়িতে তুলসী গাছের সঙ্গে শমী গাছ লাগালে পরিবারের সদস্যদের জীবনে উন্নতি দেখা দেয়।

Vastu Tips

৩. কালো ধুতুরা (Balck Datura): বিশ্বাস করা হয় কালো ধুতুরা ফুলের গাছে মহাদেব বাস করেন। বাড়িতে কালো ধুতুরা গাছ থাকলে সুখশান্তি বজায় থাকে। এই গাছ তুলসী গাছের সঙ্গে লাগালে মহাদেবের আশীর্বাদ পাওয়া যায়। এই গাছ বাড়িতে লাগাতে হলে মঙ্গলবারে লাগাতে হয়।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements