Vastu Tips: বর্তমানে বহু বাড়িতেই ডাইনিং টেবিল রয়েছে। অনেকেই জানেন না, খাওয়াদাওয়ার জন্য ব্যবহৃত এই টেবিলের সঙ্গে জড়িয়ে রয়েছে বাড়ির সদস্যদের আর্থিক উন্নতি। এটি বাড়ির সঠিক দিকে রাখলে অর্থলাভ হওয়ার সম্ভাবনা থাকে। আবার এই টেবিলেই অনুচিত জিনিস রাখলে নেতিবাচক ঘটনাও ঘটতে পারে। নিম্নে এই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হল।
(Vastu Tips) বাস্তুমতে ডাইনিং টেবিল সাজানোর সঠিক পদ্ধতি:
১. রান্নাঘর বাড়ির পশ্চিমদিকে করা উচিত। ডাইনিং টেবিল রান্নাঘরের কাছেই রাখার চেষ্টা করতে হবে। প্রয়োজন পড়লে বাড়ির পূর্ব বা দক্ষিণ দিকেও রান্না ঘর করা যেতে পারে, উত্তরদিকে কখনওই করা উচিত নয়।
২. খেয়াল রাখতে হবে যে, ডাইনিং রুমে আলো-বাতাস যেন ভালোভাবে যাওয়া-আসা করতে পারে। এমনটা করলে স্বাস্থ্যে ভালো প্রভাব পড়ে।
৩. ডাইনিং টেবিল সর্বদাই পরিষ্কার রাখতে হবে। অপ্রয়োজনীয় জিনিস রাখলে চলবে না। তবে টেবিলটিকে সাজানো যেতে পারে। এই টেবিলের উপরে কোনো উজ্জ্বল রঙের টেবিল ক্লথ ভিজিয়ে ফুলদানি রাখা যেতে পারে। যে রুমে ডাইনিং টেবিল থাকে সেই রুমের দেওয়ালে প্রাকৃতিক দৃশ্যের ফটো বা সবজি-ফলের ছবি টাঙানো যেতে পারে।
৪. ডাইনিং টেবিল গোলাকার নেওয়া উচিত নয়। এর বদলে আয়তকার বা বর্গাকার ডাইনিং টেবিল নিলে তা বাস্তুমতে ভালো।
৫. ডাইনিং রুমের রং কমলা রঙের করা যেতে পারে। এই রংটিকে আনন্দ ও সুসম্পর্কের প্রতীক হিসেবে চিহ্নিত করা হয়। এই কমলা রঙের দেওয়াল বিশিষ্ট ডাইনিং রুমে টেবিলের উপর গোলাপি বা সবুজ রঙের জিনিস (পাতা বিশিষ্ট ফুলদানি) রাখা যেতে পারে।
৬. ডাইনিং টেবিলে রাখা যেতে পারে ৮ কাণ্ড বিশিষ্ট ব্যাম্বু প্ল্যান্ট। এমনটা করলে অশুভ শক্তি বিদায় নেবে এবং শুভ শক্তি বাড়িতে আসবে।
৭. ধাতব ডাইনিং টেবিল ব্যবহার করা যাবে না। এর বদলে কাঁচের বা কাঠের ডাইনিং টেবিল ব্যবহার করতে হবে।
৮. ডাইনিং টেবিলের পাশেই আয়না রাখতে হবে। টেবিলের প্রতিচ্ছবি আয়নায় দেখতে পাওয়া গেলে সংসারে অর্থলাভ হয়।
৯. বাস্তুমতে ডাইনিং টেবিলের কাছে ওয়াশিং মেশিন রাখা উচিত নয়। তা অশুভ বলে গণ্য করা হয়।
[Disclaimer: সাধারণ তথ্য পেশ করার উদ্দেশ্যে এটি রচিত। বিস্তারিত জানতে বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করতে পারেন]