Vastu Tips: হিন্দু শাস্ত্রে তুলসী গাছ অত্যন্ত শুভ ও পবিত্র গাছ বলে মনে করা হয়। এই গাছের উপস্থিতিতে বাড়িতে মা লক্ষ্মী বাস করেন। ফলে বাড়ির আর্থিক সমস্যা দূর হয় এবং বাড়িতে সুখশান্তি বজায় থাকে। তবে বাড়িতে তুলসী গাছ লাগানোর কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। না মেনে চললে হিতের বিপরীত হতে পারে। নিম্নে এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হল (Tulsi Vastu Tips)।
বাড়িতে তুলসী গাছ রাখার সুফল(Benefits of Planting Tulsi)
১. পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো থাকে: বাড়িতে তুলসী গাছ লাগালে বাড়ির অভ্যন্তরীণ বাতাস শুদ্ধ হয়। অশুভ শক্তি টেনে নিয়ে এই গাছ বাড়ির পরিবেশকে ভালো রাখে।
২. বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূরে চলে যায়: বাড়িতে তুলসী গাছের উপস্থিতি বাড়ির বাসিন্দাদের মন ভালো রাখে। যা বাড়ির সদস্যদের শরীর ভালো রাখতে সাহায্য করে। এটি বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূরে করে এবং ইতিবাচক শক্তি ডেকে আনে।
৩. আর্থিক সমৃদ্ধি আসে: বাড়িতে তুলসী গাছ থাকলে বাড়ির সদস্যদের জীবনে সৌভাগ্যের দরজা খুলে যায়। ফলে বাড়িতে চলা যে কোনো প্রকারের আর্থিক সমস্যা দূর হয়ে যায়।
৪. পরিবারে সদস্যদের পারস্পরিক সম্পর্ক ভালো হয়: এই গাছ বাড়িতে থাকলে বাড়ির সদস্যদের পারস্পরিক সম্পর্ক মজবুত হয়। ভুলভ্রান্তি কমে ও পারস্পরিক ভালোবাসা বাড়ে।
৫. পরিবারের সদস্যদেরকে কুনজর থেকে বাঁচায়: এই গাছ বাড়ির বাসিন্দাদেরকে অন্যদের কুনজর থেকে বাঁচায়।
বাড়িতে কোথায় তুলসী গাছ রাখা উচিত?(Where should we place Tulsi Plant in our home?)
১. তুলসী গাছ বাড়ির যে কোনো দিকে রাখলে ভালো ফল মিলবে না।
২. এটিকে বাড়ির পূর্ব দিকে রাখলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। তবে তুলসী গাছ বাড়ির উত্তর-পূর্ব দিকে বা উত্তর দিকে রাখলেও কোনো সমস্যা নেই।
৩. গাছটি পর্যাপ্ত আলো পাচ্ছে কিনা, সেদিকে নজর রাখতে হবে।
৪. তুলসী গাছের পাশে ময়লা, জুতো বা ঝাঁটা রাখা যাবে না। এমনটা করলে বাড়িতে নেতিবাচক শক্তি চলে আসবে।