Vastu Tips: আর্থিক সমস্যা কোনোভাবেই জীবন থেকে বিদায় না নিতে চাইলে বাস্তুশাস্ত্রের নির্দেশিকার সাহায্য নেওয়া যেতে পারে। অনেকেই জানেন না, বাস্তুশাস্ত্রে বহু সমস্যার সমাধান দেওয়া হয়েছে। বাস্তুমতে বাড়ির মধ্যে বিশেষ কিছু মূর্তি ও জিনিস রাখলে বাড়ির আর্থিক সংকট কেটে যায় এবং বাড়ির সদস্যদের জীবনে অর্থ আসে। আজকের প্রতিবেদনে এই নিয়েই আলোচনা করা হল (Financial Problem vastu tips)।
(Vastu Tips) বাস্তুমতে আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন কীভাবে?
১. মা লক্ষ্মীর মূর্তি: বাস্তুদোষ কাটাতে চাইলে বাড়িতে রাখতে হবে মা লক্ষ্মীর মূর্তি। এই মূর্তি বাড়িতে রাখলে হুড়মুড়িয়ে টাকা আসে বাড়ির সদস্যদের জীবনে। বাড়ির ফাঁকা জায়গায় রাখতে চাইলে এটিকে বাড়ির পূর্ব দিকে বা উত্তর-পূর্ব দিকে রাখতে হবে এবং গণপতির মূর্তির পাশে রাখতে চাইলে মূর্তির ডানদিকে রাখতে হবে।
২. গণপতির মূর্তি: গণপতির মূর্তি বাস্তুদোষ কাটাতে সাহায্য করে। এই মূর্তিকে বাড়ির উত্তর-পূর্ব দিকে রাখতে হবে। আর্থিক অনটন বিদায় নেবে।
৩. শাঁখ: বাড়িতে শাঁখ রাখলে তা বাড়ির জন্য খুবই উপকারী। এতে মা লক্ষ্মী সন্তুষ্ট হন এবং বাড়ি থেকে আর্থিক সমস্যা বিদায় নেয়।
৪. ভগবান কুবেরের মূর্তি: ভগবান কুবের হলেন ধনসম্পদের দেবতা। তিনি সন্তুষ্ট হলে বাড়ির আর্থিক সংকট কেটে যায়। মা লক্ষ্মীর বা গণপতির মূর্তির পাশেই কুবেরের মূর্তি রাখা যায়।
৫. ঘোড়ার নাল: ঘোড়ার নালের উপস্থিতিতে বাড়িতে ইতিবাচক শক্তি বজায় থাকে। ফলে বাড়িতে শান্তি থাকে। ঘোড়ার নালটিকে উত্তর-পশ্চিম দিকে অবস্থিত দরজার বাইরে রাখতে হবে। ‘U’ আকৃতির ঘোড়ার নালের উপস্থিতিতে আর্থিক সমস্যা দূর হয়ে যায়।
৬. বাঁশি: মা লক্ষ্মীর অন্যতম প্রিয় জিনিস হল বাঁশি। আর তাই বাড়ির উত্তর দিকে ও পূর্ব দিকে বাঁশি রাখলে আর্থিক সংকট দূর হয়ে যায়। বাঁশের ও রূপোর দুই প্রকারের বাঁশিই চলবে।
৭. নারকেল: বাড়ির ভেতরে মা লক্ষ্মীর ঘটে নারকেল রাখলে মা লক্ষ্মী প্রসন্ন হন। ফলে বাড়ির সদস্যদের জীবনে টাকার বৃষ্টি হয়।