রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Vastu Tips: বাস্তুমতে বাড়িতে মাছি আসা শুভ না অশুভ ইঙ্গিত? শুনলে চমকে যাবেন

Vastu Tips: প্রায় সমস্ত বাড়িতেই মাছি দেখতে পাওয়া যায়। খুব কম মানুষই হয়তো দাবি করবেন যে, তাঁরা বাড়িতে মাছি ঢুকতে (Flies in Home) দেখেননি। মাছি দেখলেই মানুষ সবার আগে মাছি…

Advertisements

Vastu Tips: প্রায় সমস্ত বাড়িতেই মাছি দেখতে পাওয়া যায়। খুব কম মানুষই হয়তো দাবি করবেন যে, তাঁরা বাড়িতে মাছি ঢুকতে (Flies in Home) দেখেননি। মাছি দেখলেই মানুষ সবার আগে মাছি তাড়ানোর কাজে নিজেকে নিযুক্ত করে। মানুষের এই আচরণের পিছনে রয়েছে বৈধ বৈজ্ঞানিক কারণও। মাছি সরাসরি মানুষকে না কামড়ালেও মানুষের ক্ষতি করতে সক্ষম। কারণ মাছি বাড়িতে প্রবেশ করার সময় নিজের সঙ্গে নানান রকমের জীবাণু বহন করে আনে। এই জীবাণুগুলো বিভিন্ন রোগ বয়ে আনার কারণে মানবদেহের জন্য ক্ষতিকর।

Vastu Tips

Advertisements

বাড়িতে হঠাৎ এক-দুটো মাছি দেখা গেলে আলাদা কথা। কিন্তু আপনার বাড়িতে যদি মাছি ঘনঘন যাতায়াত করে, তাহলে জানবেন আপনার বাড়িতে মাছি ইতিমধ্যে ডিম পেড়ে দিয়েছে। মাছি যদি একবার কারোর বাড়িতে ডিম পেড়ে দেয়, তাহলে তাদের আর সহজে তাড়ানো যায় না। এই মাছিরা সাধারণত বাড়ির মধ্যে থাকা কোনো নোংরা জায়গাতেই ডিম পাড়ে। সাধারণত বর্ষাকালের বিভিন্ন এলাকা জমা জলে ঢাকা পড়ে যায়। এই জায়গাগুলোই এদের ব্রিডিং পয়েন্ট হিসাবে উপযুক্ত। এই প্রকৃতির জায়গাগুলোকে এরা খুঁজে বের করে ও ব্রিডিং পয়েন্ট হিসাবে ব্যবহার করে।

Vastu Tips

বাড়ির ভেতরে নোংরা স্থান থাকলেই যে বাড়িতে মাছি প্রবেশ করে তা নয়। বাড়ির সামনে যদি ময়লা-আবর্জনা পড়ে থাকে তাহলেও বাড়িতে মাছির আনাগোনা শুরু হয়ে যায়। বিশেষ করে এই ময়লা-আবর্জনার কাছেই যদি বাড়ির দরজা বা জানালা থাকে, তখন বাড়িতে আরওই মাছি আসতে শুরু করে।

Vastu Tips

বাড়িতে ভাঙা পাইপ থাকলে বা বাড়ির ড্রেনেজ সিস্টেম ভালো না হলেও বাড়িতে অতিরিক্ত মাছির আগমন ঘটে। সমস্যাযুক্ত ড্রেনেজ সিস্টেমে বা ভাঙা পাইপে মাছিরা নিজেদের ব্রিডিং পয়েন্ট খুঁজে থাকে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements