Viral Video: সোশ্যাল মিডিয়ার দৌলতে মনোরঞ্জনের জন্য মানুষকে আর এক খুঁটিতে বেঁধে থাকতে হয় না। আজ আর মানুষকে বদ্ধ কামরায় বসে থেকে মনোরঞ্জন করতে হয় না। বাইরে কোথাও অপেক্ষা করার সময়ে বা দূরপাল্লার সফরে বেরিয়েও সোশ্যাল মিডিয়ায় ঘেঁটে সময় অতিবাহিত করা যায়। সঙ্গে শুধুমাত্র ভালো নেট কানেকশন ও উন্নত মানের প্রযুক্তি থাকলেই হল, খুব সহজেই ছোট্ট স্ক্রিনে মনোরঞ্জন করা যায়।
সোশ্যাল মিডিয়া নানান রূপে ও নানান নামে ব্যবহারকারীদের কাছে ধরা দিয়েছে। কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক (Facebook), কোনোটা ইনস্টাগ্রাম (Instagram), আবার কোনোটা ইউটিউব (Youtube) হিসাবে জনপ্রিয় হয়েছে। এই প্ল্যাটফর্মেগুলোতে নানান রকমের ভিডিও দেখতে পাওয়া যায়। এই অগুনিতক ভিডিও দর্শকরা ঘন্টার পর ঘন্টা দেখে সময় কাটিয়ে দিতে পারেন। এই ভিডিওর মধ্যেই একটি নাচের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়ে যেতে দেখা গেল।
ভিডিওটিতে এক সুন্দরী যুবতীকে বাড়ির ছাদে শাড়ি পরে জনপ্রিয় হিন্দি গানে দুর্দান্ত নৃত্য প্রদর্শন করতে দেখা যায়। এই ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায় ‘পুষ্পা: দ্য রাইজ’ (Pushpa: The Rise) সিনেমার ‘সামি সামি’ (Saami Saami) গান। এই গানেতে কখনও গোলাপি, আবার কখনও হলুদ রঙের শাড়ি পরে অসাধারণ ভঙ্গিমা সহকারে নাচ করলেন তিনি। শাড়ির সঙ্গে মানানসই অক্সিডাইজ গয়না পরে চুলে বিনুনি করে ফুলের মালা জড়িয়ে খুবই সুন্দরভাবে নৃত্য উপস্থাপন করেন যুবতী।
ভিডিওটি আপলোড করা হয়েছে ‘মেঘা চৌবে’ (Megha Chaube) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। দাবি করা হয়েছে ভিডিওতে দৃশ্যমান তরুণী স্বয়ং মেগা চৌবেই (Megha Chaube)। এই নাচের ভিডিওতে মেঘার মিষ্টি হাসি থেকে চোখ সরাতে পারেননি দর্শকরা। এই ভিডিওর কমেন্ট বক্স প্রশংসায় ভরে গিয়েছে। নেটিজেনরা ‘অসাধারণ’, ‘দূর্দান্ত’ সহ নানান রকমের মন্তব্য করেছেন।