Viral Video: ট্রেন্ডিং গানে নেচে খবরের শিরোনামে এক সুন্দরী যুবতী। যুবতীকে পাথুরে এলাকায় ঘাসের উপরে ট্রেন্ডিং গান ‘বাদল বর্ষা বিজুলি’তে (Badal Barsha Bijuli) এনার্জেটিক নাচ করতে দেখা যায় (Trending song dance Viral Video)। এই ভিডিও খুব সহজেই নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে ফেলে এবং মুহূর্তের মধ্যে ভাইরাল (Dance Viral Video) হয়ে যায়। ভিডিওটি লক্ষ লক্ষ মানুষ দেখে ফেলেছেন এবং অসংখ্য মানুষ পছন্দ করেছেন। আপনি এই ভিডিও দেখেছেন?
ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে শোনা যায় ‘বাদল বর্ষা বিজুলি’ (Badal Barsha Bijuli) গান। এই গানটি নেপালের দুই বোন প্রিন্সি খতিওয়াডা (Princy Khatiwada) ও প্রিজ়্মা খতিওয়াডার (Prismakhatiwada) দৌলতে ২০২৩ সালে ভাইরাল হলেও মূল গানটি আসলে ২০০৪ সালের গান। ওই বছর নেপালের ‘কর্তব্য’ (Kartavya) সিনেমার গান হিসাবে প্রকাশ্যে এই গান। সিনেমায় গানটি গেয়েছিলেন আনন্দ কার্কি ও প্রাশ্না সাক্য। বর্তমানে দুই নেপালি বোনের দৌলতে প্রাশ্না সাক্যর গানের অংশটিই ভাইরাল হয়ে যেতে দেখা গেছে।
সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় পাথুরে এলাকার মাঝে ঘাসের উপরে কখনও একলা, আবার কখনও এক যুবকের সঙ্গে নাচ করছেন এক সুন্দরী যুবতী। ভিডিওতে যুবতীর পরণে গোলাপি রঙের শাড়ি ও মানানসই সবুজ রঙের স্লিভলেস ব্লাউজ দেখা যায়। উপস্থিত যুবককে সাধারণ জিন্স প্যান্ট ও শার্ট পরে যুবতীর সঙ্গে ‘বাদল বর্ষা বিজুলি’ গানেতে নাচ করতে দেখা যায়। ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে চোখ পাতলে জানতে পারা যায়, ভিডিওতে দৃশ্যমান যুবতীর নাম পূজা এবং যুবকের নাম পাপু। দুইজনে মিলে বেশ এনার্জেটিক নাচ করেন ভিডিওতে।
এই ভিডিও ‘পাপু এমডিআর’ (Papu MDR) নামক ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয়েছে। ভিডিওটি ৫.৬৯ লক্ষ মানুষ দেখে ফেলেছেন এবং ১২ হাজারের মতো মানুষ পছন্দ করেছেন।