রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Viral Video: ‘কাভালা’ গানে তামান্নাকেও টেক্কা দিলেন ব্যাক্তি! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Viral Video: সোশ্যাল মিডিয়ার দৌলতে খুব সহজেই মনোরঞ্জন করা সম্ভব। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো মানুষের জীবনের এক গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। প্রযুক্তির এই বিশেষ রূপ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ…

Advertisements

Viral Video: সোশ্যাল মিডিয়ার দৌলতে খুব সহজেই মনোরঞ্জন করা সম্ভব। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো মানুষের জীবনের এক গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। প্রযুক্তির এই বিশেষ রূপ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসাবে পরিচিতি লাভ করেছে। বর্তমানে সাধারণ মানুষের জীবন সোশ্যাল মিডিয়া ছাড়া ভাবতেই পারা যায় না!

Viral Video

Advertisements

তবে শুধুমাত্র মনোরঞ্জন প্রদান করে না সোশ্যাল মিডিয়া। এই প্রযুক্তির কারণে আজকাল বহু মানুষ রোজগার করার সুযোগ পেয়েছে। মনোরঞ্জন দেওয়ার পাশাপাশি বহু ছোটখাটো ব্যবসায়ীদের রোজগারের পথ দেখিয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো। ইনফ্লুয়েনসার হোক বা ব্যবসায়ী সবাই এই প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে আজকাল অর্থ উপার্জন করছেন। তবে অনেকেই আবার এই প্ল্যাটফর্ম ভরিয়ে দিচ্ছেন হাসির ভিডিতেও। যা দেখে হেসে উল্টে পড়ছেন নেটিজেনরা। সম্প্রতি এমনই এক ভিডিও প্রকাশ্যে এসেছে, যা দেখে দর্শকদের হেসে লুটোপুটি খাওয়ার অবস্থা তৈরি হয়েছে। ভিডিওটি কি আপনি দেখেছেন?

Viral Video

এই ভাইরাল ভিডিওতে এক যুবককে জনপ্রিয় দক্ষিণ ভারতীয় অভিনেত্রীর পোশাক ও নাচের স্টাইলকে নকল করে ডান্স করতে দেখা গেছে। যুবকের পরণে দেখা যায় এক অদ্ভুত রকমের লুঙ্গি। এই লুঙ্গির প্রায় চতুর্দিক খোলা থাকে। দুই ঠ্যাং বের করে খড় প্রকৃতির কিছু একটা মাথায় লম্বা চুল হিসাবে লাগিয়ে অদ্ভুত ভঙ্গিতে অভিনেত্রী তামান্নার ‘কাভালা’ (Kaavaalaa) গানে ডান্স করতে দেখা যায়। স্পষ্টভাষায় বললে এক্ষেত্রে যুবক নিজের মতো করে মন খুলে ডান্স করেননি, তিনি রীতিমতো তামান্নার নাচের নকল করে মজার ছলে ডান্স করেন।

এটি মূলত একটি রিল ভিডিও। যা একটি ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট করা হয়েছে। রিলের ক্যাপশনে মজা করে দেওয়া থাকে, ‘তামান্না প্রো ভার্সন’ (Tamannah Pro Version)। এই ভিডিও দেখে রিলের কমেন্ট বক্স উপচে পড়ে নেটিজেনদের মজার কমেন্টে। সবকটাই যেন পরস্পরকে টেক্কা দেওয়ার মতো। একজন লেখেন, “দেশের সমস্ত উন্নয়ন বাদ দিয়ে একটা মানসিক হাসপাতাল খোলা হোক”। একজন তাঁকে ‘নোবেল’ দেওয়ার দাবি করেন। তো আরেকজন বলে বসেন, “তামান্নার থেকে ভালো করেছে”।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements