Viral Video: আবারও ভাইরাল ‘সামি সামি’ (Saami Saami) গানের ডান্স কভার। এইবার ভাইরাল হওয়া গানটিতে এক সুন্দরী যুবতীকে সাদা রঙের বন্ধ ঘরে নৃত্য পরিবেশন করতে দেখা গেল। এই ভিডিও দেখে মুগ্ধ হয়ে গেছেন বহু নেটিজেন। অনেকেই এই ভিডিওর কমেন্ট বক্সে যুবতীর প্রশংসা করে মন্তব্য করেছেন। নাচের ভিডিওটিতে যুবতীর অঙ্গিভঙ্গি দৃষ্টি আকর্ষণ করে দর্শকদের।
ভিডিওটি আপলোড করা হয়েছে ‘ভর্তিকা সাইনি’ (Vartika Saini) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। এই ভিডিওটির ডেস্ক্রিপশন বক্স থেকে পাওয়া তথ্য থেকে জানা যায় যে, ডান্স কভারে দৃশ্যমান যুবতীর নাম ভর্তিকা সাইনি। অর্থাৎ ভর্তিকা নিজে ডান্স করে সেই ভিডিও উক্ত চ্যানেল থেকে আপলোড করে থাকেন। এই চ্যানেলে ভর্তিকার আরও অনেক ভিডিও রয়েছে। তবে সম্প্রতি ভর্তিকার আপলোড করা ১ বছরের পুরোনো এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় নতুন করে ভাইরাল হয়ে যেতে দেখা গেল।
ভাইরাল ভিডিওটিতে ভর্তিকাকে লাল রঙের জর্জেটের শাড়ি পরিহিত অবস্থায় ‘পুষ্পা: দ্য রাইজ’ (Pushpa: The Rise) সিনেমার ‘সামি সামি’ গানে ডান্স করতে দেখা যায়। ভর্তিকার শাড়ির ধারে করা রূপোলি রঙের কারুকার্য নজরকাড়ার মতো। মাথায় সিঁথি কেটে চুল বিনুনি করে ফুল জড়িয়ে কপালে টিপ পরে মানানসই মেকআপে খুবই সুন্দরভাবে নৃত্য পরিবেশন করতে দেখা যায় ভর্তিকাকে।
এই ভিডিও পোস্ট হওয়ার ১ বছরের মাথায় আবার নতুন করে সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠতে দেখা গেল। ভিডিওটিকে ইতিমধ্যে ১৪৮ হাজার জন দেখে ফেলেছেন এবং প্রায় ২ হাজারেরও বেশি মানুষ ভিডিওটি পছন্দ করেছেন।