রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Viral Video: মাথায় মুকুট-টিকলি, কলকাতা মেট্রোয় ছোট্ট দুর্গার আবির্ভাব! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Viral Video: 'ছোট্ট দুগ্গা'র ভিডিও হল ভাইরাল (Viral Chotto Dugga Video)। পুচকি মেয়ের দুর্গা সাজ দেখে চোখ সরাতে পারলেন না দর্শকরা। মেট্রোর মধ্যে এদিক ওদিক দৌড়ে বেড়াতে দেখা গেল পুচকিকে।…

Advertisements

Viral Video: ‘ছোট্ট দুগ্গা’র ভিডিও হল ভাইরাল (Viral Chotto Dugga Video)। পুচকি মেয়ের দুর্গা সাজ দেখে চোখ সরাতে পারলেন না দর্শকরা। মেট্রোর মধ্যে এদিক ওদিক দৌড়ে বেড়াতে দেখা গেল পুচকিকে। যেমন তার সাজ তেমন তার এক্সপ্রেশন! উভয় বিষয়ই দৃষ্টি আকর্ষণ করলে দর্শকদের। এই ভিডিওটি বর্তমানে বহু মানুষের টাইমলাইনে ঘোরাফেরা করতে দেখা গেছে। এই ভিডিও কি আপনি দেখেছেন?

Viral Video

Advertisements

ভিডিওটি আপলোড করা হয়েছে ‘কলকাতা ঐক্যতান’ (Kolkata Oikkotan) নামক এক ইনস্টাগ্রাম আইডি (Instagram Id) থেকে। এই ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে শোনা যায় গায়িকা মোনালি ঠাকুরের (Monali Thakurer) ‘দুগ্গা এলো’ গান (Dugga Elo Song)। বাজতে থাকা এই গানের মাঝেই ছোট্ট পুচকি কন্যাকে দুর্গা সাজে ট্রেনে দৌড়াদৌড়ি করতে দেখা যায়। তাঁর সাজসজ্জা উপস্থিত মেট্রো যাত্রীদেরও দৃষ্টি আকর্ষণ করে ফেলে।

ভাইরাল ভিডিওটিতে পুচকি মেয়ের পরণে দেখা যায় রোজ় গোল্ড সুতোর কারুকার্যযুক্ত মিষ্টি গোলাপি রঙের বেনারসি শাড়ি। মাথার চুল পরিপাটি করে বেঁধে সামনের দিকে সোনালি রঙের মুকুট এবং পিছনের দিকে গোলাপি রঙের নেটের ওড়না মাথায় আটকিয়ে মেট্রোর পোল ধরে দাঁড়িয়ে থাকতে দেখা হয়। মেয়েটির কিউটনেস মন জয় করে নেয় দর্শকদের। শাড়িটিকে পরিপাটি করে গুছিয়ে পরে হাতে গোলাপি রঙের চুড়ি পরিহিত অবস্থায় চোখে নিষ্পাপ চাউনি নিয়ে এদিক ওদিক তাকাতে দেখা যায়।

ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এটি বহু মানুষ দেখে ফেলেছেন এবং ৬.৮৫ লক্ষ মানুষ পছন্দ করেছেন। ভিডিওটির কমেন্ট বক্স লাল লাভ ইমোজিতে ভরে যেতে দেখা গিয়েছে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements