রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Viral Video: বন্ধ ঘরে আম্রপালির শাড়ির আঁচল সরিয়ে আদর করলেন নিরাহুয়া, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Viral Video: আবারও ভাইরাল নিরহুয়া ও আম্রপালির মিউজিক ভিডিও (Nirhua And Amrapali Viral Video)। এই ভিডিওতে দুইজনকে উষ্ণ রোম্যান্সে মেতে থাকতে দেখা যায়। এই ভিডিও বহু দর্শকের ঘুম উড়িয়ে দিয়েছে।…

Advertisements

Viral Video: আবারও ভাইরাল নিরহুয়া ও আম্রপালির মিউজিক ভিডিও (Nirhua And Amrapali Viral Video)। এই ভিডিওতে দুইজনকে উষ্ণ রোম্যান্সে মেতে থাকতে দেখা যায়। এই ভিডিও বহু দর্শকের ঘুম উড়িয়ে দিয়েছে। আম্রপালির আবেদনময়ী মুভ নেটিজেনদেরকে এক মুহূর্তের জন্যেও ভিডিও থেকে নজর সরাতে দেয়নি। এমনিতেই নিরহুয়া ওরফে দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) ও আম্রপালির দুবের (Amrapali Dubey) জুটি দর্শকদের খুব প্রিয়। দুইজনে শুধুমাত্র যে দুর্দান্ত অভিনয় করেন, তা নয়। এই জুটি খুব সুন্দরভাবে ডান্সও করতে পারে। যার ফলে এই জুটির ভিডিওতে দর্শকরা জমিয়ে মজা নিতে পারেন। সম্প্রতি এই জনপ্রিয় জুটিরই একটি গানের ভিডিও ভাইরাল হতে দেখা গেল। আপনি কি সেই ভিডিও দেখেছেন?

Viral Video

Advertisements

ভাইরাল ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘ওয়েভ মিউজিক ভোজপুরী’ (Wave Music Bhojpuri) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। এই চ্যানেল থেকে পোস্ট হওয়া ভিডিওতে নিরহুয়া ও আম্রপালিকে রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করার পাশাপাশি নাচ করতে দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায় ‘রাজা বাবু’ (Raja Babu) সিনেমার ‘মাথা ফেল হো গেইল’ (Math Fail Ho Gail) গান। আর এই গানেতেই দুইজনে বন্ধ ঘরে এনার্জেটিক ডান্স করেন।

Viral Video

ভিডিওটিতে আম্রপালির পরণে দেখা যায় সবুজ রঙের ব্লাউজ ও হলুদ রঙের শাড়ি। ভিডিও এগোলে দেখা যায়, আম্রপালি ও নিরহুয়া পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে গানের বিটে ডান্স করতে শুরু করেছেন। মিড লেন্থের চুল খোলা রেখে নিরহুয়ার সঙ্গে এনার্জেটিক ডান্স করেন আম্রপালি।

এই ভিডিওটি ১৮ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন এবং ৬০ হাজার মানুষ পছন্দ করেছেন। ভিডিওটি ৬ বছরের পুরনো হলেও সম্প্রতি নতুন করে ভাইরাল হতে দেখা গেল। আম্রপালির সৌন্দর্য থেকে নজর ফেরাতে পারেননি পুরুষ ভক্তরা। ভিডিওর কমেন্ট বক্স লাভ ইমোজিতে ভরে যেতে দেখা গিয়েছে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements