রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Viral Video: মঞ্চে দুর্দান্ত সুরে শ্রেয়া ঘোষালের গান গেয়ে তাক লাগালেন ‘দীপা’, প্রশংসায় ভরালেন নেটিজেনরা

Viral Video: ভাইরাল হল 'অনুরাগের ছোঁয়া' খ্যাত 'দীপা'র ভিডিও। এই ভিডিওতে অভিনেত্রী 'দীপা' ওরফে স্বস্তিকা ঘোষকে (Swastika Ghosh) দুর্দান্ত দূরে গান গাইতে দেখা যায়। শাড়ি পরে মঞ্চে উঠে তিনি এক…

Advertisements

Viral Video: ভাইরাল হল ‘অনুরাগের ছোঁয়া’ খ্যাত ‘দীপা’র ভিডিও। এই ভিডিওতে অভিনেত্রী ‘দীপা’ ওরফে স্বস্তিকা ঘোষকে (Swastika Ghosh) দুর্দান্ত দূরে গান গাইতে দেখা যায়। শাড়ি পরে মঞ্চে উঠে তিনি এক জনপ্রিয় হিন্দি রোম্যান্টিক গান কণ্ঠে ধরেন। এই গান শুনে উপস্থিতি দর্শকদের পাশাপাশি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরাও মুগ্ধ হয়ে গেছেন। এই viral video Viral Video ভিডিও ঝড়ের গতিতে শেয়ার হয়েছে। ফলে এটি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও (Social Media Viral Video) হয়ে গেছে।

Viral Video

Advertisements

বাংলা সিরিয়ালপ্রেমীদের অধিকাংশ মানুষ স্টার জলসার (Star Jalsa) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকের নামের সঙ্গে পরিচিত। এই ধারাবাহিক চ্যানেলে এখনও চলছে, রাত ৯:৩০ টায় স্টার জলসায় দেয়। ধারাবাহিকটি মূলত ডাক্তার সূর্য সেন ও দীপাকে কেন্দ্র করে আবর্তিত। এই ধারাবাহিক একসময়ে থেকেছে টিআরপি তালিকার শীর্ষে।

Viral Video

ধারাবাহিকে অভিনয়ের দৌলতে স্বস্তিকার জনপ্রিয়তা কম নয়। ‘দীপা’ বললেই একডাকে সবাই ‘অনুরাগের ছোঁয়া’র অভিনেত্রী স্বস্তিকা ঘোষের কথা বুঝতে পেরে যান। সম্প্রতি তিনি এক অনুষ্ঠানে উপস্থিত থেকে সুপারহিট সিনেমা ‘আশিকি টু’ (Aashiqui 2)-এর ‘চাঁহু ম্যা ইয়া না’ (Chanhu Mai Ya Na) গানটি গেয়ে ওঠেন। গানটি গাওয়ার সময়ে তাঁর পরণে ছিল হালকা গোলাপি রঙের স্বচ্ছ প্রকৃতির শাড়ি ও মানানসই সাদা ব্লাউজ। সিল্কি স্ট্রেট চুল খোলা রেখে বাঁ হাতে মাইক ধরে আত্মবিশ্বাসের সঙ্গে সবাইকে অবাক করকে দিয়ে দুর্দান্ত গান গেয়ে ওঠেন সবার প্রিয় ‘দীপা’ ওরফে স্বস্তিকা।

এই ভিডিওটি আপলোড করা হয়েছে ‘ডিজে অলোক স্টেজ প্রোগ্রাম’ (DJ Alok Stage Programme) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। এই ভিডিও দর্শকদের খুব পছন্দ হয়েছে। প্রশংসায় উপচে পড়ছে ভিডিওর কমেন্ট বক্স। প্রায় ২ লক্ষ মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন এবং ১.৬ হাজার মানুষ ভিডিওটি পছন্দ করেছেন।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements