রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

WB E Rickshaw Update: অবৈধ টোটো নিয়ে কঠোর সিদ্ধান্ত, টোটো চালকদের স্বার্থে স্পষ্ট বার্তা সরকারের

WB E Rickshaw Update: বর্তমানেও বাজারে বেরোলে চলা দায়। টোটোর সংখ্যা এমন হারে বেড়ে গেছে যে, মাঝে মধ্যে মানুষের থেকে টোটোর সংখ্য বেশি বলে মনে হতে পারে! সম্প্রতি বহু জায়গা…

Advertisements

WB E Rickshaw Update: বর্তমানেও বাজারে বেরোলে চলা দায়। টোটোর সংখ্যা এমন হারে বেড়ে গেছে যে, মাঝে মধ্যে মানুষের থেকে টোটোর সংখ্য বেশি বলে মনে হতে পারে! সম্প্রতি বহু জায়গা থেকেই টোটোকে কেন্দ্র করে একাধিক অভিযোগ প্রকাশ্যে আসে। এক অবস্থায় টোটো চালকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া সিদ্ধান্ত নেওয়া হল রাজ্যের পরিবহণ দফতরের (State Transport Department) তরফে।

WB E Rickshaw Update

Advertisements

রাজ্যে অবৈধ টোটো ভরে গিয়েছে। জাতীয় সড়ক হোক বা রাজ্য সড়ক সর্বত্রই এই টোটোর দাপাদাপি। যাত্রী পরিবহণ বিভাগে টোটো আসায় যেমন স্থানীয় যাত্রীদের যাতায়াতের সমস্যা মিটেছে, তেমনই আবার টোটোর অত্যাধিক সংখ্যায় যানজটও বাড়তে দেখা গেছে। শুধুমাত্র তাই নয়, অবৈধ অত্যাধিক টোটোর কারণে পথ দুর্ঘটনার সংখ্যাতেও বৃদ্ধি দেখা গেছে। এইসবের মাঝে রাজ্যের পরিবহণ দফতরের তরফে জারি করা হল ৬ দফার নির্দেশিকা।

নির্দেশিকায় কী লেখা রয়েছে?(WB E Rickshaw Update)

রাজ্য সরকারের এই নির্দেশিকায় একাধিক বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে। এই তালিকায় বিকল্প রুটের কথা সহ একাধিক বিকল্প ব্যবস্থার কথা তুলে ধরা হয়েছে। সবকিছুর সঙ্গেই পশ্চিমবঙ্গের অবৈধ টোটো ও তিন চাকার যানবাহনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

WB E Rickshaw Update

সূত্রের খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) তরফে একটি নির্দেশিকা পাঠানো হতে চলেছে তিন চাকার ডিলারদের কাছে। এই নির্দেশিকায় বিনা রেজিস্ট্রেশনে গাড়ি বিক্রি করতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জানলে অবাক হবেন যে, রাজ্যে থাকা ৯০% টোটো ও ই-রিক্সাই বিনা রেজিস্ট্রেশনে আছে। আরটিও-এর কাছে এই যানবাহনগুলোতে কোনো ডেটাই নেই। কোনো ডিলার এই নির্দেশিকা না মানলে তাঁকে ব্ল্যাকলিস্ট করে দেওয়া হবে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements