রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

WB Govt Holiday List 2023: সুখবর! রাজ্যে বাড়ল আরও ২ দিন ছুটি, বড় ঘোষণা মমতার

WB Govt Holiday List 2023: সুখবর! প্রকাশ্যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এক বিশেষ খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কর্তৃক ঘোষিত হল পূর্ণ ছুটি দিবস (Full Day Holiday) ঘোষণা। আবার…

Advertisements

WB Govt Holiday List 2023: সুখবর! প্রকাশ্যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এক বিশেষ খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কর্তৃক ঘোষিত হল পূর্ণ ছুটি দিবস (Full Day Holiday) ঘোষণা। আবার নতুন করে তৈরি হলো সরকারি কর্মীদের নতুন ছুটির তালিকা ( WB Govt Holiday List 2023)।

চলুন জেনে নেওয়া যাক, কোন কোন দিন রাজ্য সরকারের (State Government) তরফে পূর্ণ ছুটির ঘোষণা করা হল।

Advertisements

(WB Govt Holiday List 2023) When Mamata Banerjee declared holidays?

চলতি সপ্তাহে বুধবারে তথা ২রা আগস্ট তারিখে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল নবান্নে। এই বৈঠকে উপস্থিত থেকেই ২দিন পূর্ণ ছুটির কথা (WB Govt Holiday List 2023) ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

WB Govt Holiday List 2023

(WB Govt Holiday List 2023) Which days added on WB Govt Holiday List 2023?

এই ছুটিগুলি হলো-
১.করম পুজো
২.শবেবরাত

WB Govt Holiday List 2023

আগে এই দুইদিন সেকশনাল ছুটি থাকতো। সেই সেকশনাল ছুটিই এবার পূর্ণ দিবসের ছুটিতে রূপান্তরিত করা হল।

(WB Govt Holiday List 2023) What is the reason behind these holidays ?

সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে সমস্ত ধর্মের উৎসবে সামিল হওয়ার প্রসঙ্গে টেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্যের সমস্ত কমিউনিটির জন্যই ছুটি উপলব্ধ রয়েছে। এ রাজ্যে দুর্গাপুজোর সময়ে সমস্ত কমিউনিটিই ছুটি পান। আবার ঈদের সময়েও এই পদক্ষেপ নেওয়া হয়। করম পুজো ও শবেবরাতের সময়ে সেকশনাল ছুটি থাকার কারণে সবাই এই দুই ছুটি উপভোগ করতে পারতেন না। শুধুমাত্র বিশেষ শ্রেণীর মানুষেরাই এই ছুটি উপভোগ করার সুযোগ পেতেন। এই নিয়ে বেশ কয়েকবার কথাও কানে পড়েছে। আর তাই, করম পুজো ও শবেবরাতকে স্টেট হলিডে হিসাবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছি”।

WB Govt Holiday List 2023

(WB Govt Holiday List 2023) Mamata Banerjee’s Statement:

তাঁর আরও সংযোজন, “করম পুজো ও শবেবরাতকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই পূর্ণ ছুটি দেওয়ার দাবি উঠছিল। অবশেষে সেই দাবিই এবার মেনে নিয়ে রাজ্যের সরকারি পূর্ণাঙ্গ ছুটি ঘোষণা করা হল”।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements