রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

WB Holiday List 2023: পশ্চিমবঙ্গে ফের ছুটির ঘোষণা, পড়ুয়া থেকে সরকারি কর্মী সবাই এই ছুটি পাবেন, রইল তালিকা

WB Holiday List 2023WB Holiday List 2023: পশ্চিমবঙ্গের বাসিন্দারা আবার ছুটি পেতে চলেছেন। পুজো মাস হিসাবে অক্টোবরে তো রয়েছেই অনেকগুলো ছুটি। এরপরে নভেম্বর মাসেও ছুটির সংখ্যা কমছে না। আগামী মাসেও…

Advertisements

WB Holiday List 2023WB Holiday List 2023: পশ্চিমবঙ্গের বাসিন্দারা আবার ছুটি পেতে চলেছেন। পুজো মাস হিসাবে অক্টোবরে তো রয়েছেই অনেকগুলো ছুটি। এরপরে নভেম্বর মাসেও ছুটির সংখ্যা কমছে না। আগামী মাসেও তালিকায় রয়েছে একগুচ্ছ ছুটি। বেশ কিছু শনিবার ও রবিবার ছুটি দেওয়া হয়। এই সমস্ত ক্ষেত্রে চাকুরিজীবীরা অক্টোবর ও নভেম্বর মাসে মিলিয়ে মোট ৩৪ দিন ছুটি পাবেন। এই চাকরিজীবীরা ছাড়া অন্যরা দুই মাসে মোট ৩১ দিনের ছুটি পাবেন। এই ছুটি যদিও একটানা পাওয়া যাবে না। তবে একটানা না হলেও, ছুটির দিনের মোট সংখ্যা ১ মাস পেরিয়ে যাবে।

WB Holiday List 2023

School, College, Government Office Holiday List

কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকারেরও ছুটি দেওয়ার অধিকার আছে। দেশজুড়ে সরকারি কর্মচারীরা ‘ন্যাশনাল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট, ১৯৮৮’ অনুসারে একইসঙ্গে একই সময়ে কিছু ছুটি পেয়ে থাকেন। এরপরে স্থানীয় চাহিদার ভিত্তিতে কোনো উৎসবে বা পরবে অতিরিক্ত ছুটি দিতে চাইলে রাজ্য সরকার সেই ছুটি দিতে পারেন।

Advertisements

WB Holiday List 2023

October Holiday List  (WB Holiday List 2023)

অক্টোবরে মাসে ১ম তারিখ থেকেই শুরু হয়ে যায় ছুটি। ১লা অক্টোবর রবিবার, ২রা অক্টোবর গান্ধীজয়ন্তীর কারণে ছুটি থাকে। এরপরে ৭ ও ৮ অক্টোবর শনিবার ও রবিবার হওয়ার কারণে ছুটি থাকবে। তারপরেই পাওয়া যাবে মহালয়ার ছুটি, যা থাকবে ১৪ অক্টোবরে শনিবারে। এরপরেই আবার ১৫ই অক্টোবর রবিবার হওয়ায় ছুটি মিলবে। মাঝে কদিন অফিস খোলা থাকার পরে ২৮-২৪ অক্টোবর একটানা ছুটি থাকবে দুর্গাপুজোর কারণে। এক্ষেত্রে জানিয়ে রাখি, পুজোর ছুটি ২৪ তারিখে শেষ হবে না, কারণ নবান্নের তরফে পুজোয় ছুটি ২৭ অক্টোবর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। পুজোর ছুটির পরেই ২৮ ও ২৯ তারিখ হল শনিবার ও রবিবার। এই অবস্থায় শনিবারে লক্ষ্মীপুজো থাকার কারণে ছুটি মিলবে। তারপরে রবিবারে এমনিতেই ছুটি পাওয়া যাবে।

WB Holiday List 2023

November Holiday List (WB Holiday List 2023)

আগামী মাসে মোট ১৩ দিন ছুটি পাওয়া যাবে। এই ছুটির তালিকা পশ্চিমবঙ্গের অর্থ দফতরের (West Bengal Finance Department) তরফে প্রকাশ করা হয়েছে। ১২ নভেম্বর তারিখে কালীপুজো হওয়ার মাধ্যমে সেই মাসের ছুটি শুরু হবে। কালীপুজোর এই ছুটি থাকবে ১৪ই নভেম্বর পর্যন্ত। ১১ই নভেম্বর শনিবার হওয়ায় অনেকেই ওইদিন ছুটি পাবেন। ভাইফোঁটা ও বীরসা মুণ্ডার জন্মদিন পড়েছে ১৫ নভেম্বরে। এই অবস্থায় ১৫ ও ১৬ তারিখ মিলিয়ে নবান্নের তরফে দুইদিন ছুটি দেওয়া হয়েছে। ১৮ তারিখ পড়ছে শনিবারে, ওইদিন অনেকেরই ছুটি থাকবে। ১৯ নভেম্বর রবিবারে ছটপুজো রয়েছে। এক্ষেত্রেও অতিরিক্ত ছুটি মিলিয়ে ১৯ ও ২০ তারিখে দুইদিন ছুটি দেওয়া হয়েছে। এরপরে ২৭ অক্টোবর পড়ছে শুক্রবারে। ওইদিন গুরু নানকের জন্মদিন হওয়ায় ছুটি থাকবে। তারপরে ২৮ তারিখ শনিবার হওয়ায় অনেকেই ছুটি পাবেন। আবার ২৯ তারিখ রবিবার হওয়ায় সেদিন ছুটি তো মিলছেই।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements