WBBSE 5 New Books: মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam) বেশিদিন দেরি নেই। পরীক্ষার্থীরা পরীক্ষার তোড়জোড় বছরের শুরুতেই শুরু করে দিয়েছে। এইসবের মাঝেই মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) তরফে নতুন ঘোষণা করা হল দশম শ্রেণীর পাঠ্যবইকে কেন্দ্র করে। এই ঘোষণায় জানানো হয় যে, দশম শ্রেণীতে যোগ করা হতে চলেছে নতুন ৫টি পাঠ্যবই। কিন্তু হঠাৎ এই সিদ্ধান্ত কেন?
মাধ্যমিকে নয়া ৫টি পাঠ্যবই যোগ করার উদ্দেশ্য(Purpose of adding 5 New Books in Madhyamik)
জানা গেছে, পরীক্ষার্থীদের যাতে বাইরের প্রশ্নের মুখে না পড়তে হয়, তাই মধ্যশিক্ষা পর্ষদের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বই মূলত সামনের বছর অর্থাৎ ২০২৪ সালে নবম ও দশম শ্রেণীর পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হবে। সেই বই পড়েই ২০২৫ সালের মাধ্যমিক পড়ুয়ারা পরীক্ষা দেবে। দাবি করা হয়েছে উক্ত ৫ বই পড়ে পরীক্ষার প্রশ্নের মোকাবিলা করা অপেক্ষাকৃত সহজ হবে।
(WBBSE 5 New Books) Important notes on New 5 books
১. বইগুলো মূলত বেসরকারি সংস্থার বই। এই তালিকায় থাকা বইগুলোর বিষয় হল জীবন বিজ্ঞান, ভূগোল, বাংলা ব্যাকরণ, ইতিহাস ও ভৌত বিজ্ঞান।
২. ২০১৭ সালের পর থেকে রিভিউ না হওয়া এই বইগুলো রিভিউ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৩. রিভিউয়ের উদ্দেশ্যে মোট ৫০টি প্রকাশনা সংস্থা ২৪৪টি বই জমা করেছে।
(WBBSE 5 New Books) WBBSE Chairman Comment on new 5 books
এই ইস্যুতে পর্ষদ সভাপতি বলেছেন, “রিভিউ করার জন্য বই জমা পড়ে গেছে। সিলেবাসে কোনো পরিবর্তন আনা হয়নি, তবে সিলেবাসের মধ্যেই ৫টি বইকে সাজিয়ে তোলা হবে। সিলেবাসের অন্তর্গত কোনো বিষয় পাঠ্যবইয়ে না থাকলে যোগ করা হবে”।