WBSEDCL Update: রাজ্য সরকারের বিদ্যুৎ বন্টনকারী সংস্থা হল পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন সংস্থা (State Electricity Distribution Company Limited)। এটি সংক্ষেপে রাজ্যবাসীদের মুখে ডব্লিউবিএসইডিসিএল (WBSEDCL) নামে পরিচিত। এই সংস্থাটি পশ্চিমবঙ্গের রাজ্য বিদ্যুৎ পর্ষদের (West Bengal State Electricity Board) অধীনে চলে। ২০০৭ সালে প্রতিষ্ঠিত হওয়া এই সংস্থা রাজ্যের প্রায় ৯৬% বিদ্যুতের চাহিদা মেটায়।
বর্তমানে খরচ হওয়া বিদ্যুৎ রেট বেড়েই চলেছে। যার ফলে বিদ্যুতের বিলের পরিমাণেও বৃদ্ধি দেখা দিয়েছে। এইসবের মাঝে প্রকাশ্যে আসে স্মার্ট মিটার চালু হওয়ার খবর। দাবি করা হয়েছে, এই মিটারের দৌলতে বিদ্যুৎ বিল অনেক কম আসবে। কারণ, এক্ষেত্রে সিম কার্ডের মতো প্রিপেড রিচার্জের ব্যবস্থা চালু হবে। প্রকাশিত তথ্য অনুযায়ী, WBSEDCL প্রায় ২ লক্ষের মতো স্মার্ট মিটার লাগাতে চলেছে। ইতিমধ্যে গড়িয়া, সল্টলেক, শ্রীরামপুর ও রাজারহাটে স্মার্ট মিটার বসানোর কাজ শুরু করে দিয়েছে সংস্থাটি।
কী বার্তা দিয়েছে WBSEDCL? (WBSEDCL Update)
১. WBSEDCL-এর অফিসিয়াল ওয়েবসাইটে জালিয়াতির শিকার হওয়া থেকে বাঁচাতে একটি হাই এলার্ট জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দফতরের তরফে।
২. ওয়েবসাইটে লেখা রয়েছে যে, “WBSEDCL কখনওই এসএমএস বা হোয়াটসঅ্যাপ দ্বারা কল বা মেসেজ করার মাধ্যমে বিদ্যুৎ বিচ্ছিন্ন সংক্রান্ত বিষয়ে অন্য কাউকে কল করতে বলে না। উক্ত কল বা মেসেজের উত্তর কখনওই দেবেন না। WBSEDCL-র অফিসিয়াল মেসেজে প্রেরকের স্থানে শুধুমাত্র “**WBSEDCL” লেখা থাকবে। “**”-এর স্থানে যে কোনো দুই অক্ষরের কম্বিনেশন থাকবে”।
একনজরে WBSEDCL-র নোটিশ(Notice of WBSEDCL)
এককথায় WBSEDCL-র নোটিশে স্পষ্টভাষায় প্রতারণা থেকে বাঁচতে কোনো এসএমএস বা অচেনা লিঙ্কে ক্লিক করতে মানা করা হয়েছে।