Weather Update: সাইক্লোন মিধিলির (Cyclone Midhili) তান্ডবের সাক্ষী হয়েছে বাংলাদেশের বাসিন্দারা। এই সাইক্লোন শুক্রবারেই বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় ল্যান্ডফল করে। পরে তিন ঘন্টা যাবৎ ৮০ কিমি/ঘন্টা গতিবেগে তান্ডব চালানোর পরে গভীর নিম্নচাপে পরিণত হয়ে বর্ষিত হয় বাংলাদেশ ছাড়াও ভারতের ত্রিপুরা সহ একাধিক রাজ্যে। আপাতত এখনই এই ঝড়বৃষ্টির দাপট দেশ থেকে বিদায় নেবে না বলে দাবি করা হয়েছে। এর ফলে অসম, মিজোরাম, ত্রিপুরায় ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর।
দক্ষিণ ভারতের আবহাওয়া আপডেট: (South India Weather Update)
দক্ষিণ ভারতের নিম্নলিখিত এলাকাগুলোতে ঝড়বৃষ্টি দেখা দেবে। এই তালিকায় রয়েছে কোজিকদ, কোয়েম্বাটুর ও কৃষ্ণগিরির মতো এলাকাগুলো। এবাদেও কেরালা, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যগুলোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের দাবি, এই ঝড়বৃষ্টির দাপট এখনই বিদায় নিচ্ছে না।
কলকাতার আবহাওয়া আপডেট: (Kolkata Weather Update)
ভারতের অন্য এলাকায় ঝড়বৃষ্টির দাপট দেখা গেলেও কলকাতায় রোদ ঝলমলে আকাশ দেখা গেল। এদিন নীল আকাশ ও রোদ ঝলমলে শুষ্ক আবহাওয়া দেখা গেল শহরে। যদিও আগের দুইদিন কোথাও বৃষ্টি হতে দেখা গিয়েছিল, আবার কোথাও আকাশে মেঘলাভাব বজায় ছিল। কিন্তু শনিবার সকালেই শহরের আকাশ থেকে মেঘাচ্ছন্নভাব দূর হয়ে যায় ও পরিষ্কার আকাশ দেখতে পাওয়া যায়। যেহেতু বৃষ্টির দেখা নেই, তাই তাপমাত্রা কমার সম্ভাবনা দেখা দিয়েছে।
সতর্কবার্তা: উপকূলবর্তী এলাকায় ঝড়বৃষ্টির আশঙ্কা বজায় থাকা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে। এই নিষেধাজ্ঞা কার্যকরী রয়েছে ১৮ নভেম্বর পর্যন্ত। বাংলাদেশ উপকূল ও উত্তর বঙ্গোপসাগর উপকূল উভয় এলাকাতেই সতর্কবার্তা জারি করা হয়েছে