West Bengal DA Case: রাজ্য সরকারি কর্মীরা বহুদিন ধরে ডিএ কেন্দ্রীক আন্দোলন (DA Protest) চালাচ্ছেন। পাশাপাশি চলছে আইনি লড়াইও। এই মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে পৌঁছে গেছে। বিচারপতি হৃষিকেশ রায় এবং সঞ্জয় কারোলের বেঞ্চে চলতি সপ্তাহে শুক্রবারে এই মামলাটিকে কেন্দ্র করে শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি। শুনানির তারিখ পিছিয়ে যায়। দাবি করা হয়েছে, এই মামলার শুনানি আগামী বছরে অর্থাৎ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে হতে পারে। কেউ কেউ এই শুনানি ফেব্রুয়ারির ২য় সপ্তাহে হওয়ার দাবি করেছেন।
শুনানির তারিখ পিছিয়ে গেলেও তা নিয়ে চিন্তিত নন রাজ্য সরকারি কর্মীরা। এই বিষয়ে সরকারি কর্মচারি পরিষদের সভাপতি দেবাশিস শীলের বক্তব্য, “এই মামলা এতদিন পর্যন্ত মিসলেনিসাস ম্যাটার হয়েই ছিল। এইবারে তা শুনানির পর্যায়ে চলে গেছে। আর এটাই আমাদের মনে আশার আলো জ্বালিয়ে রেখেছে।
All Details OF West Bengal DA Case
রাজ্য সরকারি কর্মীদের ডিএ কেন্দ্রীক আইনি লড়াই নতুন নয়। আইনের ময়দানে এই লড়াই দীর্ঘদিন ধরেই চলছে। রাজ্য সরকারি কর্মীরা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালে জয়ের স্বাদ পেলেও পরে তা কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) পৌঁছে যায়। বকেয়া ডিএ পরবর্তী ৩ মাসের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই নির্দেশের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government) পুনর্বিবেচনার আর্জি জানালে তা খারিজ হয়ে যায়।
এরপরে রাজ্য সরকার (State Government) পৌঁছে যায় সুপ্রিম কোর্টে (Supreme Court of India)। পশ্চিমবঙ্গ সরকার দেশের সর্বোচ্চ আদালতে এসএলপি (SLP) দায়ের করলে মামলাটি প্রথমবার ২০২২ সালে ২৮ নভেম্বরে শুনানির তারিখ পায়। এরপরে এই মামলা জুলাই মাস পর্যন্ত প্রায় ৯ বারের মতো পিছিয়ে যায়। তারপরেও লড়াইয়ে টিকে রয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। মামলার সঙ্গে জড়িত তিনটি সরকারি কর্মচারিদের সংগঠন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, তাঁরা আপাতত কোনোভাবে লড়াই থেকে পিছু হটছেন না।