West Bengal DA Update: আবারও ডিএ (DA) ইস্যু খবরের শিরোনামে। মহার্ঘভাতা কি বাড়বে? বাড়লে কতটা বাড়বে? এই নিয়ে জল্পনার শেষ নেই চারিপাশে। এইসবের মাঝে হঠাৎ করে প্রকাশ্যে আসা ডিএ কেন্দ্রীক তথ্য আশার আলো জাগিয়ে দেয় সরকারি কর্মচারীদের মনে। চর্চায় মহার্ঘভাতা কেন্দ্রীক নয়া খবর। দাবি করা হয়েছে, খুব শীঘ্রই সরকারি কর্মচারীদের ডিএ বাড়তে চলেছে।
অনেকদিন ধরে ডিএ বৃদ্ধি পাওয়ার খবর শোনা যাচ্ছিল। এই ব্যাপারে কোনো অফিসিয়াল ঘোষণ না করা হলেও দাবি করা হয়েছে এই জল্পনাই এবার সত্যি হতে চলেছে। একাধিক সূত্রে খবর, পুজোর মাঝেই ডিএ বাড়তে পারে। এমনটা সত্যি হলে, সরকারি কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পুজোর মাঝেই মোটা টাকা ঢুকবে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিএ ৪% হারে বৃদ্ধি পেয়ে প্রবেশ করবে।
সূত্রের খবর অনুযায়ী, সরকারি কর্মচারীদের বৃদ্ধিপ্রাপ্ত মহার্ঘভাতা সম্ভবত নবমীর পরে ও দীপাবলির আগে দেওয়া হতে পারে। বহু অর্থনৈতিক বিশেষজ্ঞ দাবি করেছেন যে, সরকারি কর্মচারীরা হয়তো নবমীর দিনেই ডিএ বৃদ্ধি সংক্রান্ত খবর পেয়ে যাবেন। ওইদিন যদি সত্যিই সরকারের তরফে ডিএ-এর বৃদ্ধি পাওয়ার কথা ঘোষণা করা হয়, তাহলে অক্টোবর মাসের শেষের দিকেই বৃদ্ধিপ্রাপ্ত মহার্ঘভাতা পেয়ে যাবেন সরকারি কর্মচারীরা।
পূর্বে এই ডিএ বৃদ্ধির হার আনুমানিক ৩% বলা হলেও, সম্প্রতি দাবি করা হয়েছে মহার্ঘভাতা ৪% হারে বাড়তে পারে। এমনটা সত্যি হয়ে থাকলে সরকারি কর্মচারীরা ৪৬% হারে ডিএ পাবেন। জানিয়ে রাখি, বর্তমানে ৪২% হারে ডিএ দেওয়া হয়। এতেই ৪% ডিএ যোগ হয়ে গেলে মোট ডিএ-র পরিমাণ দাঁড়াবে ৪৬%। এই অবস্থায়, কেউ প্রত্যেক মাসে মূল বেতন হিসাবে ১৮ হাজার টাকা পেয়ে থাকলে, তাঁর ৪৬% হারে ডিএ-এর পরিমাণ দাঁড়াবে ৮২৮০ টাকা। অর্থাৎ ডিএ-এর হার বাড়লে ডিএ-এর পরিমাণ ৭৫৬০ টাকা থেকে বেড়ে ৮২৮০ টাকা হয়ে যাবে। জানিয়ে রাখি, এখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কথা বলা হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ কেন্দ্রীক আন্দোলন এখনও অব্যাহত।