রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

West Bengal DA Update: পশ্চিমবঙ্গে ডিএ বৃদ্ধি নিয়ে বড় খবর, বিরাট ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

West Bengal DA Update: সুখবর! পুজোর মাঝে ডিএ (DA) পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। কেন্দ্রীয় ডিএ ঘোষণাকে নিয়ে জল্পনার শেষ নেই। কারণ, এই নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে এখনও পর্যন্ত সরকারি…

Advertisements

West Bengal DA Update: সুখবর! পুজোর মাঝে ডিএ (DA) পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। কেন্দ্রীয় ডিএ ঘোষণাকে নিয়ে জল্পনার শেষ নেই। কারণ, এই নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে এখনও পর্যন্ত সরকারি ঘোষণা করা হয়নি। যার ফলে ঠিক কবে কেন্দ্রীয় সরকারের তরফে ডিএ বৃদ্ধি করার কথা ঘোষণা করা হবে, তা এখনও জানা যায়নি। একাধিক সূত্রে একাধিক রকমের দাবি করা হয়েছে। এইসবের মাঝে মহার্ঘভাতাকে কেন্দ্র করে রাজ্য সরকারি কর্মচারীদের ভাগ্যে কী লেখা রয়েছ, তা নিয়ে মন্তব্য করলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharjee)।

West Bengal DA Update

Advertisements

All about of West Bengal DA Update

রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সম্পর্কে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা বলেন, “ঠিক যতটা ডিএ বাড়ানোর ছিল, সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে। ডিএ কেন্দ্রীক ইস্যুটি আদালতের বিচারাধীন রয়েছে। পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা নিজের বক্তব্য নিয়ে নিশ্চয়ই অবগত। উনি আদালতে বিচারাধীন মামলা নিয়ে বলবেন এবং সেই অনুযায়ী কাজ হবে, সেটা সম্ভব নয়। আদালতই বলবে”।

West Bengal DA Update

জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা মূলত ষষ্ঠ বেতন কমিশনের অধীনে মহার্ঘভাতা পান। রাজ্য সরকারি কর্মচারীরা বেতনের উপরে সাধারণত ৬% হারে ডিএ পেয়ে থাকেন। এদিকে, ২০২৩ সালের প্রথমদিকে পশ্চিমবঙ্গের বাজেট পেশ করার সময়ে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিএ ৩% বাড়িয়ে দেয়।

West Bengal DA Update

উল্লেখ্য, প্রায় এক বছরের উপরে রাজ্য সরকারি কর্মচারীদের তরফে আন্দোলন চালানো হচ্ছে। তাঁদের দাবি এইআইসিপিআই মূল্যসূচক অনুযায়ী ডিএ দিতে হবে। বকেয়া ডিএ মেটানো সহ একাধিক দাবিতে ১০ ও ১১ই অক্টোবর কর্মবিরতির ডাকও দেওয়া হয়। এদিকে যদিও রাজ্যের অর্থ প্রতিমন্ত্রীরর কথায় যে ডিএ মামলার কথা উঠে এসেছে, তা পঞ্চম বেতন কমিশনকে কেন্দ্র করে। এই মামলায় হাইকোর্টের তরফে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। মামলাটিকে কেন্দ্র করে চ্যালেঞ্জ জানিয়ে পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে গেলে তা আবার শিরোনামে চলে আসে। দাবি করা হয়েছে, এই মামলা ৩রা নভেম্বর তারিখে সুপ্রিম কোর্টের দরবারে উঠতে পারে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements