রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Durga Puja Bonus 2023: রাজ্যে দুর্গাপুজোর আগেই মিলছে বোনাস, কবে পাবেন? কারা যোগ্য? রইল বিস্তারিত

Durga Puja Bonus 2023: দুর্গাপুজো সুখবর নিয়ে এলো রাজ্য সরকারি কর্মীদের জন্য। পুজোর মাসে অতিরিক্ত টাকা পেতে পারেন রাজ্য সরকারি কর্মচারীরা। সূত্রের খবর অনুযায়ী, রাজ্য সরকার কর্মীদের এই মাসেই বোনাস…

Advertisements

Durga Puja Bonus 2023: দুর্গাপুজো সুখবর নিয়ে এলো রাজ্য সরকারি কর্মীদের জন্য। পুজোর মাসে অতিরিক্ত টাকা পেতে পারেন রাজ্য সরকারি কর্মচারীরা। সূত্রের খবর অনুযায়ী, রাজ্য সরকার কর্মীদের এই মাসেই বোনাস (Puja Bonus 2023) দিতে পারে। আবার কেন্দ্রীয় সরকারও এই মাসেই ডিএ দিতে পারে বলে শোনা গেছে। যার ফলে চলতি মাস সরকারি কর্মচারীদের জীবনে সুখের বার্তা নিয়ে আসতে চলেছে বলে দাবি করা হয়েছে।

Durga Puja Bonus 2023

Advertisements

ডিএ মামলার নিষ্পত্তি এখনও সম্ভব হয়নি। আন্দোলনের হাত ধরে প্রকাশ্যে আসা রাজ্য সরকারি কর্মচারীদের দাবি আপাতত সুপ্রিম কোর্টের দরবারে দাঁড়িয়ে। এই অবস্থায় কিছু রাজ্য সরকারি কর্মী আশা করেছেন যে, পুজোর মাসে পুজোর আগে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government) হঠাৎই বকেয়া ডিএ ঘোষণা করে সবাইকে চমকে দেবে। এই আশার বাস্তবায়নের সম্ভাবনা অনিশ্চিত থাকলেও, রাজ্য সরকারি কর্মীরা যে এই মাসে পুজো বোনাস পেতে চলেছে অন্দরমহল অনুযায়ী তা মোটামুটি নিশ্চিত। এই ইস্যুতে সরকারি ঘোষণা যদিও করা হয়নি। তবে কালকের সূর্যোদয়ের আগেই রাজ্য সরকারি কর্মীদের অ্যাকাউন্টে বোনাস ঢোকার কথা।

কারা পাবেন বোনাস?(Who will get Puja Bonus?)

যাঁরা বোনাস পেতে চলেছে, তাঁরা হলেন-

১. রাজ্য সরকারি কর্মী।
২. পঞ্চায়েত সমিতির কর্মী।
৩. গ্রাম পঞ্চায়েত কর্মী।
৪. শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মী।
৫. জেলা পরিষদের কর্মী।
৬. ডিআরডিসি কর্মী
৭. জিটিএ কর্মী।

Durga Puja Bonus 2023

কত টাকা দেওয়া হবে? (Amount of Puja Bonus 2023)

উল্লিখিত কর্মীরা মূলত অ্যাড হক বোনাস পেতে চলেছেন। জানা গেছে, রাজ্য সরকারের তরফে পুজো বোনাসরূপে ৫৩০০ টাকা দেওয়া হবে। ২০২২ সালে এই বোনাসের পরিমাণ ৪৮০০ টাকা ছিল। ২০২৩ সালে তথা চলতি বছরে তা ৫০০ টাকা বাড়িয়ে ৫৩০০ টাকা করে দেওয়া হয়।

কবে মিলবে বোনাস? (When Puja Bonus will be credited?)

ঈদের আগে সংখ্যালঘু সম্প্রদায়ের সরকারি কর্মীরা বোনাস পেয়েছিলেন। এবার অন্য ধর্মের সরকারি কর্মীদের বোনাস পাওয়ার কথা। সেই মতো এখনও তাঁরা পাননি বলে খবর। সূত্রের খবর অনুযায়ী ৪ অক্টোবর তারিখের মধ্যেই পুজোর বোনাস পেয়ে যাবেন রাজ্য সরকারি কর্মীরা।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements