Ration Card: রাজ্যের রেশন কার্ডকে কেন্দ্র করে বড়ো খবর প্রকাশ্যে। সম্প্রতি প্রকাশিত খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গে অসংখ্য রেশন কার্ড বাতিল হয়েছে। বাতিল হওয়া রেশন কার্ডের সংখ্যা, এক হাজার বা এক লক্ষ নয়, কোটি পার হয়ে গেছে। জানা গেছে, প্রায় ২ কোটির মতো ভুয়ো রেশন কার্ড বাতিল হয়েছে রাজ্যে। বেশ কয়েক বছর ধরে রাজ্যে চলা আধার কার্ড ও রেশন কার্ড সংযুক্তিকরণের জন্যই এমনটা সম্ভব হয়েছে বলে খবর।
সূত্রেই খবর অনুযায়ী, ২ কোটি ভুয়ো রেশন কার্ডের বাতিল হওয়ায় বড়ো ধরণের সাশ্রয় হয়েছে রাজ্যের। প্রকাশিত তথ্য অনুযায়ী, ভুয়ো রেশন কার্ড ধরা পড়ায় বাংলার প্রায় ৩০০ কোটি টাকার সাশ্রয় হয়েছে। যা রাজ্য সরকারের জন্য বেশ ভালো খবর বলে দাবি করা হয়েছে।
এই প্রসঙ্গে মন্তব্য করেছেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)। তিনি জানিয়েছে যে, বর্তমানে বাংলায় প্রায় ৮ কোটি ৮০ লক্ষ মানুষের রেশন কার্ড রয়েছে। তিনি আরও জানান যে, প্রত্যেক রেশন কার্ড ধারকের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ চাল বরাদ্দ করা হয় রাজ্য সরকারের তরফে। প্রত্যেক রেশন কার্ড হোল্ডার পিছু বরাদ্দ চালের পরিমাণ ৫ কেজি। এই ৫ কেজি চালের জন্য রাজ্য সরকারকে মোটামুটি ১৫০ টাকার মতো খরচ করতে হয়।
ভুয়ো রেশন কার্ড (Ration Card) অনুযায়ী রাজ্যের সাশ্রয়ের হিসাব:
এবার সহজে হিসাব করা যাবে যে, ২ কোটি ভুয়ো রেশন কার্ড বাতিল হওয়ার পরে রাজ্যের কত টাকা বাঁচল। পূর্বে পেশ হওয়া হিসাব অনুযায়ী, ২ কোটি রেশনের কার্ড ধারকের জন্য ১৫০ টাকা করে খরচ করা হলে মোট খরচের পরিমাণ দাঁড়ায় ৩০০ কোটি টাকা। অর্থাৎ, এই ২ কোটি রেশন কার্ড বাতিল হওয়ায় রাজ্য সরকারের বাঁচল ৩০০ কোটি টাকা। দাবি করা হয়েছে, রেশন কার্ড কেন্দ্রীয় নানান রকমের অভিযোগ জমা পড়ার পরে, এই নিয়ে নবান্ন সক্রিয় হলে ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করা সম্ভব হয় ও তা বাতিল করা হয়।