Snehaloy Housing Scheme: দরিদ্র দেশবাসীদের একটা পাকাপাকি আশ্রয়ের ব্যবস্থা করে দেওয়ার জন্য ইতিমধ্যে কেন্দ্রের ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ (Pradhan Mantri Awas Yojana) জনপ্রিয়। এইবার পশ্চিমবঙ্গেও এই ধরণের একটি যোজনার নাম শোনা গেল। এই যোজনার অধীনে উপভোক্তারা সরকারি অনুদান হিসাবে পাকা বাড়ি তৈরি (Pucca House West Bengal scheme) করার জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা পাবেন। এই যোজনার নাম স্নেহালয় হাউসিং স্কিম (Snehaloy Housing Scheme)। কারা পাবেন? কীভাবে পাবেন? চলুন সবটাই এই প্রতিবেদনে বিস্তারে জেনে নেওয়া যাক।
স্নেহালয় হাউসিং স্কিম (Snehaloy Housing Scheme)
স্নেহালয় হাউসিং স্কিম লঞ্চ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) পক্ষ থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ২০২০ সালের ৩রা মার্চ তারিখে এই প্রকল্প পথ চলা শুরু করে (West Bengal News Scheme)।
স্নেহালয় হাউসিং স্কিমে অনুদানের পরিমাণ কত?
উঃ- স্নেহালয় হাউসিং স্কিমে রাজ্য সরকারের তরফে ১ লক্ষ ২০ হাজার টাকা অনুদান হিসাবে দেওয়া হয়।
(Snehaloy Housing Scheme) স্নেহালয় হাউসিং স্কিমের সুবিধা:
১. এই যোজনার অধীনে রাজ্যবাসীরা পাকা বাড়ি তৈরির জন্য সরকারি অনুদান পান।
২. উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারের তরফে ১,২০,০০ টাকা দেওয়া হয়।
(Snehaloy Housing Scheme) স্নেহালয় হাউসিং স্কিমে আবেদনের প্রক্রিয়া:
১. আবেদন করার জন্য রাজ্য সরকারের হাউসিংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২. ওয়েবসাইটের ঠিকানা wbhousing.gov.in। এই ওয়েবসাইটে গেলেই আবেদন করা যাবে।
৩. এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের wb.gov.in ওয়েবসাইটে গেলেও আবেদন করা যাবে।
(Snehaloy Housing Scheme) স্নেহালয় হাউসিং স্কিমে প্রয়োজনীয় ডকুমেন্ট:
১. আধার কার্ড (Aadhaar Card)।
২. ভোটার কার্ড (Voter Card)।
৩. ঠিকানার প্রমাণপত্র।
৪. ব্যাঙ্ক অ্যাকাউন্টের সম্পূর্ণ ডিটেলস।
৫. আয়ের শংসাপত্র।
স্নেহালয় হাউসিং স্কিমে আবেদনের যোগ্যতা:
১. এই প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারী ব্যক্তিকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
২. আবেদনকারীর পারিবারিক মাসিক আয় ১০ হাজার টাকার কম হতে হবে।
কারা স্নেহালয় হাউসিং স্কিমে আবেদন করতে পারবেন না?
১. প্রধানমন্ত্রী আওয়াস যোজনার (Pradhan Mantri Awas Yojana) অধীনে যাঁরা ইতিমধ্যে বাড়ি পেয়ে গেছেন, তাঁরা আবেদন করতে পারবেন না।
২. একইসঙ্গে যে সমস্ত ব্যক্তিরা বাংলা আওয়াস যোজনাতে (Bangla Awas Yojana) বাড়ি পেয়েছেন, তাঁরাও স্নেহালয় হাউসিং স্কিমে আবেদন করার যোগ্য নন।