West Bengal Job 2023: দুর্গাপুজোর (Durga Puja 2023) আগেই হাসি ফুটতে চলেছে বাংলার বহু পরিবারের মুখে। কারণ, এই পুজোর আগেই রাজ্যের বহু যুবকের বেকারত্ব ঘুঁচে যেতে চলেছে। রাজ্য সরকারের এই উদ্যোগে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হলেই চাকরি পাওয়া যাবে। নিম্নে এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হল।
পুজোর আগের চাকরি কারা পাবে? (West Bengal Job 2023)
পুজোর আগে রাজ্যের বেকাররা চাকরি পেতে চলেছেন। এই চাকরির ব্যবস্থা করা হয়েছে রাজ্য সরকারের (State government) তরফে। এটির আয়োজন করেছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ। এই উদ্যোগটির নাম দেওয়া হয়েছে জব ড্রাইভ (Job Drive 2023)। জানিয়ে রাখি, এই উদ্যোগ রাজ্যের কর্মহীন যুবকদের জন্য নেওয়া হলেও সমস্ত বেকার যুবকদের জন্য নয়। কারণ, এক্ষেত্রে সবাই অংশগ্রহণ করার সুযোগ পাবেন না। মূলত যে সমস্ত কর্মহীন ব্যক্তিদের নাম তমলুকের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে আছে, তাঁরাই পুজোর আগে চাকরি করার সুযোগ পাবেন। এককথায় এই চাকরি পাওয়ার সুযোগ শুধুমাত্র পূর্ব মেদিনীপুর জেলায় কর্মহীন ব্যক্তিরাই পাবেন।
কবে হবে জব ড্রাইভ? (Job Drive Date)
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কর্তৃপক্ষের তরফে ২৭ শে সেপ্টেম্বর তারিখে জব ড্রাইভের ব্যবস্থা করা হয়েছে। এটি সকাল থেকেই শুরু হয়ে যাবে। এক্ষেত্রে চাকরি দেবে বেসরকারি আর্থিক পরিষেবা প্রদানকারী সংস্থা। এই জব ড্রাইভে উত্তীর্ণদের ফিল্ড অফিসার পদে নিযুক্ত করা হবে।
নিয়োগ প্রক্রিয়া (Selection Process)
১. এক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না।
২. সরাসরি ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে নিযুক্তিকরণ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
জব ড্রাইভের অংশ হওয়ার যোগ্যতা (Eligibility for Job Drive)
১. ইচ্ছুক ব্যক্তি উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।
২. সংশ্লিষ্ট ব্যক্তির বয়স ২০-২৮ বছর বয়সীমার মধ্যে থাকতে হবে।
৩. ২৭ সেপ্টেম্বরে অংশগ্রহণ করার জন্য ২৬ তারিখে স্থানীয় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে।
৪. অংশগ্রহণকারী বেকার না হলে জব ড্রাইভে বসতে পারবেন না।
৫. বেতন বা শূন্যপদের সংখ্যার ব্যাপারে এখনও পর্যন্ত তেমন কিছু জানানো হয়নি।