রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Khela Hobe Prakalpo: ঘোষিত হলো রাজ্যের নতুন প্রকল্প ‘খেলা হবে’, জানুন কী কী সুবিধা মিলবে

Khela Hobe Prakalpo: বাংলার একুশের বিধানসভা নির্বাচনের (West Bengali Assembly Election 2021) সময়ে একাধিক প্রকল্পের কথা বলেছিল মমতা সরকার (Mamata Government)। ২০২১ সালে আয়োজিত সেই নির্বাচনের সময়েই শাসকদলের একটি স্লোগান…

Advertisements

Khela Hobe Prakalpo: বাংলার একুশের বিধানসভা নির্বাচনের (West Bengali Assembly Election 2021) সময়ে একাধিক প্রকল্পের কথা বলেছিল মমতা সরকার (Mamata Government)। ২০২১ সালে আয়োজিত সেই নির্বাচনের সময়েই শাসকদলের একটি স্লোগান ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠেছিল। এই স্লোগানটি ছিল ‘খেলা হবে’ (Khela Hobe)। এবার, এই নামেই একটি প্রকল্প লঞ্চ করতে চলেছে রাজ্য সরকার (State Government)।

Khela Hobe Prakalpo

Advertisements

প্রকল্পটির নাম ‘খেলা হবে’ (Khela Hobe Prakalpa) বলে জানা গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী, এই প্রকল্পটি অনেকটা ১০০ দিনের প্রকল্পের (100 Days Work) কাজের মতো হবে।

Khela Hobe Prakalpo: ঘোষিত হলো রাজ্যের নতুন প্রকল্প ‘খেলা হবে’, জানুন কী কী সুবিধা মিলবে - Youth Bengal

Khela Hobe Prakalpo ‘খেলা হবে’ প্রকল্পের রূপরেখা

যদিও এখনও পর্যন্ত খেলা হবে প্রকল্পটির রূপরেখা নিয়ে রাজ্য সরকারের তরফে কোনোরূপ মন্তব্য করা হয়নি, তবে এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য বিশ্লেষণ করে বোঝা গেছে যে, এই প্রকল্প অনেকটা ১০০ দিনের কাজের মতো হবে।

Khela Hobe Prakalpo

প্রকল্পের অংশ হওয়ার যোগ্যতা: এই প্রকল্পে আবেদন করার যোগ্যতাকে কেন্দ্র করে এখনও পর্যন্ত কোনো রকমের অফিসিয়াল নির্দেশিকা জারি করা হয়নি। কত জনের নাম এই প্রকল্পের অধীনে নথিভুক্ত করা হবে এবং কীভাবে তাঁরা কাজ করার সুযোগ পাবেন, সেই নিয়েও কিছু বলা হয়নি এখনও পর্যন্ত।

তবে এই ব্যাপারে আধিকারিকদের বক্তব্য, এই রাজ্যে থাকা প্রায় ৬৪ লক্ষ জব কার্ড তথা MGNREGS কার্ড হোল্ডারদের নানান রকমের কাজে নিযুক্ত করা হচ্ছে। উক্ত কার্ড হোল্ডাররা গড়ে ২৬ দিনের মতো করে কাজ পাচ্ছেন। এই কাজে আরও ২.৫ কোটি শ্রমিকের নাম যুক্ত করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements