রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Lakshmir Bhandar: আর ৫০০ নয়! এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মিলবে 1 হাজার করে টাকা, জানুন আসল সত্য

Lakshmir Bhandar: প্রকাশ্যে লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) উদ্যোগে চালু হওয়া এই প্রকল্পের দৌলতে উপকৃত হচ্ছেন অগণিত মহিলা। দুয়ারে সরকার ক্যাম্প…

Advertisements

Lakshmir Bhandar: প্রকাশ্যে লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) উদ্যোগে চালু হওয়া এই প্রকল্পের দৌলতে উপকৃত হচ্ছেন অগণিত মহিলা। দুয়ারে সরকার ক্যাম্প ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এই ক্যাম্পে গেলে মমতা সরকারের একটি দুর্দান্ত প্রকল্পে আবেদন করার সুযোগ পাওয়া যাবে। প্রকল্পটির অধীনে প্রত্যেক মাসে ১০০০ টাকা করে পাওয়া সম্ভব। প্রকল্পটির নাম লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar 2023)। নিম্নে এই নিয়েই বিস্তারে আলোচনা করা হল। সম্প্রতি সেপ্টেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হওয়ার পর থেকেই একটি খবর শোনা যাচ্ছে, যে সবাই Lakshmir Bhandar এর মাধ্যমে ১ হাজার করে টাকা পাবেন, কেউ আর ৫০০ টাকা পাবেন না।

Lakshmir Bhandar

লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাওয়ার যোগ্যতা (Eligibility for Lakshmir Bhandar 2023)

১. আবেদনকারী ব্যক্তিকে অবশ্যই মহিলা হতে হবে।
২. আবেদনকারী মহিলার বয়স অবশ্যই ২৫-৬০ বছরের মধ্যে হতে হবে।
৩. পূর্বে লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা উপভোগ করার জন্য স্বাস্থ্য সাথী কার্ড থাকা বাধ্যতামূলক ছিল। বর্তমানে এই কার্ড না থাকলেও উল্লিখিত বয়সসীমার মধ্যে বয়স থাকলেই রাজ্য সরকারের এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে।

Advertisements

কারা লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা পাবেন না?

১. সরকারি চাকরি করা মহিলারা লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা পাবেন না।
২. যাঁরা সরকারি পেনশন পান, তাঁরাও লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন না।

Lakshmir Bhandar

লক্ষ্মী ভাণ্ডারের জন্য প্রয়োজনীয় নথিপত্র(Required Documents for Lakshmir Bhandar)

১. সেপ্টেম্বরে শুরু হওয়া দুয়ারে সরকার ক্যাম্পে গেলেই এই প্রকল্পের আবেদনপত্র পাওয়া যাবে। সেই আবেদন পত্র পূরণ করে জমা করতে হবে।
২. আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট দিলেই কাজ হয়ে যাবে।
৩. কারোর এসটি (ST)/ এসসি (SC) ক্যাটাগরির শংসাপত্র থাকলে সেটা জমা দেওয়া যেতে পারে।
৪. আধার কার্ড (Aadhaar Card), রঙিন পাসপোর্ট সাইজ ফটো (Colour Passport Size Photo), ব্যাঙ্কের পাসবুকের জেরক্স (সিঙ্গেল অ্যাকাউন্ট হতে হবে) জমা দেওয়া বাধ্যতামূলক।

Lakshmir Bhandar

লক্ষ্মী ভাণ্ডারে মিলবে ১০০০ টাকা (How to get Lakshmi Bhandar Rs 1000)

১. লক্ষ্মী ভাণ্ডারের উপভোক্তারা ৫০০ টাকা অথবা ১০০০ টাকা পেয়ে থাকেন।
২. যাঁদের এসসি বা এসটি কার্ড আছে, তাঁরা প্রত্যেক মাসে ১০০০ টাকা পাবেন।
৩. অন্যান্য মহিলারা প্রতি মাসে ৫০০ টাকা করে পাবেন।
৪. যে সমস্ত মহিলার বয়স ৬০ বছর পেরিয়ে যাবে, তাঁরা প্রত্যেক মাসে ১০০০ টাকা করে পেতে শুরু করবেন।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements