রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

West Bengal Scheme 2023: কেউ পাবে ২ লাখ, কেউ পাবে ১ লাখ টাকা! রাজ্যের এই নতুন প্রকল্পে আবেদন করলেই লক্ষ্মীলাভ

West Bengal Scheme 2023: রাজ্যবাসীদের সর্বোচ্চ ২ লক্ষ টাকা পাওয়ার সুযোগ এনে দিল রাজ্য সরকার। একটি দারুণ প্রকল্প লঞ্চ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফে। এই প্রকল্পের অধীনে কেউ ৫০ হাজার…

Advertisements

West Bengal Scheme 2023: রাজ্যবাসীদের সর্বোচ্চ ২ লক্ষ টাকা পাওয়ার সুযোগ এনে দিল রাজ্য সরকার। একটি দারুণ প্রকল্প লঞ্চ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফে। এই প্রকল্পের অধীনে কেউ ৫০ হাজার টাকা, কেউ ১ লক্ষ টাকা, আবার কেউ ৩ হাজার টাকা পেতে পারেন। কী সেই স্কিম? কারাই বা পাবে? সবটাই এই প্রতিবেদনে আলোচনা করা হল (West Bengal Scheme 2023)।

পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ প্রকল্প (West Bengal Scheme 2023)

West Bengal Scheme 2023

Advertisements

১. এই প্রকল্প লঞ্চ করা হয়েছে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের (Migrant Workers) জন্য। দাবি করা হয়েছে প্রকল্পের মাধ্যমে পরিযায়ী শ্রমিকরা উপকৃত হবেন।
২. প্রকল্পটিতে আবেদন সেপ্টেম্বর মাসের প্রথম তারিখে শুরু হওয়া দুয়ারে সরকার ক্যাম্পে (Duare Sarkar Camp September) থেকেই করা যাবে।
৩. সর্বোচ্চ ২ লক্ষ টাকা পাওয়া যাবে এই প্রকল্পে।

West Bengal Scheme 2023

কারা কত টাকা পাবেন? (Amount of Migrant Workers Scheme)

১. এই প্রকল্পটি মূলত এই রাজ্যের পরিযায়ী কর্মীদের জন্য। এক্ষেত্রে দুর্ঘটনার শিকার হয়ে কোনো পরিযায়ী শ্রমিক মারা গেলে নমিনি হিসাবে থাকা ব্যক্তি পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) কাছ থেকে ২ লক্ষ টাকা পাবে।
২. সংশ্লিষ্ট পরিযায়ী শ্রমিক দুর্ঘটনার কারণে শরীরের কোনই অঙ্গ হারালে বা তাঁর কাজ করার ক্ষমতা প্রভাবিত হলে উক্ত শ্রমিকের পরিবার রাজ্য সরকারের কাছ থেকে ১ লক্ষ টাকা পাবে।
৩. কোনো পরিযায়ী শ্রমিক স্বাভাবিক মৃত্যুর শিকার হলে নমিনি হিসাবে সংশ্লিষ্ট ব্যক্তি ৫০ হাজার টাকা পাবেন।
৪. রাজ্য সরকার পরিবারকে অতিরিক্ত ২৫ হাজার টাকাও দেবে। এই টাকা মূলত দেওয়া হবে মৃত পরিযায়ী শ্রমিকের দেহ রাজ্যে ফিরিয়ে আনার জন্য।
৫. এছাড়াও দেহ সৎকার করার জন্যও টাকা দেওয়া হবে রাজ্য সরকারের তরফে। এই কাজের জন্য মোট ৩ হাজার টাকা পাবেন মৃতের পরিবার।
৫. কোনো পরিযায়ী শ্রমিক যদি হঠাৎ করে কাজ হারিয়ে ফেলেন, তাঁর সেই কাজের ব্যবস্থাও করে দেবে রাজ্য সরকার (State Government)।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements