West Bengal Student Scheme: রাজ্য সরকারের তরফে নানান রকমের প্রকল্প লঞ্চ করা হয়। কোনো প্রকল্প বেকারত্ব দূর করার জন্য থাকে, আবার কোনো প্রকল্প থাকে মহিলাদের আর্থিক সাহায্য করার জন্য। এইসবেরই মাঝে মেধাবী পড়ুয়াদের জ্ঞান অর্জনের পথ বাধামুক্ত করার জন্য একাধিক রকমের প্রকল্প লঞ্চ করা হয়েছে রাজ্য সরকারের তরফে। এইরকমই এক প্রকল্পের মাধ্যমে ৫ই সেপ্টেম্বর তারিখে পড়ুয়াদের সাহায্য করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। এই প্রকল্পের দৌলতে প্রায় সমস্ত ছাত্রছাত্রী ১০ হাজার টাকা পাওয়ার সুযোগ পাবেন। প্রকল্পের নাম কী? জানতে হলে পড়তে হবে এই প্রতিবেদনে।
কত টাকা দেবে রাজ্য সরকার?(Amount of money that state government would give)
রাজ্য সরকারকে তরফে ১০ হাজার টাকা দেওয়া হবে।
(West Bengal Student Scheme) What is the name of the Scheme?
প্রকল্পের নাম হল ‘তরুণের স্বপ্ন প্রকল্প’ (Taruner Swapna Prakalpa)।
তরুণের স্বপ্ন প্রকল্পের উদ্দেশ্য(Purpose Of Toruner Swapna Prakalpa)
পড়ুয়াদের পড়ার পথে যাতে কোনো রকমের বাধার সৃষ্টি না হয়, প্রয়োজনে তাঁরা যেন পড়া সংক্রান্ত চাহিদা মেটাতে পারে এই প্রকল্প লঞ্চ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Romance) তরফে। এই প্রকল্পের মাধ্যমে পড়াশোনা ও প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে পড়ুয়াদের পড়ার সফরে সাহায্য করাই হচ্ছে রাজ্য সরকারের মূল উদ্দেশ্য।
(West Bengal Student Scheme) শিক্ষক দিবসে ১০০০০ টাকা বিতরণ
শিক্ষক দিবসে অর্থাৎ ৫ই সেপ্টেম্বর তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রছাত্রীদের হাতে নিজে নগদ ১০ হাজার টাকা তুলে দেবেন। এই টাকাটি দেওয়া হবে মূলত ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে হাতে কড়কড়ে টাকা পাবেন দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা।
(West Bengal Student Scheme) প্রয়োজনীয় শর্তাবলী
করোনা অতিমারির সময়ে লকডাউনের আবহে ২০২১ সালে শুরু হওয়া এই প্রকল্পের সুবিধা পাওয়া জন্য কিছু শর্ত পালন করতে হবে ছাত্রছাত্রীদের। এক্ষেত্রে পড়ুয়ার বার্ষিক আয় ২ লক্ষ টাকার বেশি হওয়া যাবে না।