West Bengal Weather Update: শুষ্ক আবহাওয়ার মাঝে ঘূর্ণাবর্তের পূর্বাভাস (Cyclone Forecast)। এই ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে পূর্ব ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। পূর্বাভাস (Weather Forecast) অনুযায়ী, সেই ঘূর্ণাবর্ত বুধবারে নিম্নচাপে পরিণত হতে পারে। এর দ্বারাই উপকূল ও উপকূলবর্তী অঞ্চলগুলো প্রভাবিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। দাবি করা হয়েছে, উল্লিখিত এলাকার অন্তর্গত জেলাগুলোতে বৃষ্টি হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (Alipore Weather Department Forecast)
আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Department) তরফে জানানো হয়েছে যে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সোমবারে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। পরে এই ঘূর্ণাবর্তই নিম্নচাপের রূপ নিলে বুধবারে ওড়িশা (Odia) ও অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) দিকে এগিয়ে যেতে পারে।
ঘূর্ণাবর্তটি দক্ষিণ-পূর্ব ও এক এলাকা লাগোয়া দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে বুধবার কিংবা বৃহস্পতিবারে নিম্নচাপের রূপ নিতে পারে। এরপরে এই নিম্নচাপই ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের দিকে ধেয়ে গিয়ে উত্তর বঙ্গোপসাগরের দিকে ঘুরে যেতে পারে। ফলস্বরূপ পশ্চিমবঙ্গের (West Bengal) উপকূল নিকটবর্তী জেলাগুলোর বাসিন্দারা বৃহস্পতিবারে শুষ্ক আবহাওয়ার পরিবর্তে বৃষ্টিভেজা দিনের সাক্ষী হতে পারে।
পশ্চিমবঙ্গের আবহাওয়া আপডেট (West Bengal Weather Update)
রাজ্যের বেশিরভাগ অংশেই আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তুরে হাওয়া বওয়ার সম্ভাবনা আছে। এর প্রভাবেই বহু অংশে পরিস্কার নীল আকাশ সহ শুষ্ক দিনের সাক্ষী হবে এলাকার বাসিন্দারা। কলকাতা ও তার নিকটবর্তী এলাকাগুলোর তাপমাত্রা ২০ থেকে ২১ ডিগ্রির মধ্যে থাকবে। এই তাপমাত্রায় আপাতত আগামী ৪ দিন পর্যন্ত কোনো রকমের পরিবর্তন দেখা যাবে না। কিন্তু এরপরে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। কালীপুজোয় শীতভাব বজায় থাকলেও ভাইফোঁটায় তা বদল হওয়ার সম্ভাবনা থেকে গেছে।