রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Vastu Tips: বাড়িতে লেজ কাটা টিকটিকি দেখা শুভ না অশুভ? জানুন কী বলছে শাস্ত্র?

Vastu Tips: টিকটিকি দেখতে পেলেই বহু মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। টিকটিকি গায়ে পড়লে ভয়ে না হলেও, ঘেন্নায় অনেকে ছোটাছুটি শুরু করে দেন। তবে জানলে অবাক হবেন, বাস্তুশাস্ত্রে টিকটিকিকে কেন্দ্র করে…

Advertisements

Vastu Tips: টিকটিকি দেখতে পেলেই বহু মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। টিকটিকি গায়ে পড়লে ভয়ে না হলেও, ঘেন্নায় অনেকে ছোটাছুটি শুরু করে দেন। তবে জানলে অবাক হবেন, বাস্তুশাস্ত্রে টিকটিকিকে কেন্দ্র করে ইতিবাচক কথা বলা হয়েছে। এই প্রাণীটিকে অত্যন্ত শুভ বলে চিহ্নিত করা হয়েছে বাস্তুশাস্ত্রে। টিকটিকি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হলে পড়তে হবে সম্পূর্ণ প্রতিবেদন।

Vastu Tips

Advertisements

বাস্তুশাস্ত্র অনুযায়ী, টিকটিকি বাড়ির জন্য খুবই শুভ। এই প্রাণীর উপস্থিতিতে বাড়িতে সৌভাগ্য আসে। কোনো বাড়িতে টিকটিকি উপস্থিত থাকলে ইতিবাচক শক্তি প্রবেশ করে। এটি বাড়িতে আর্থিক সমৃদ্ধিও ঘটায়। আপনি কি বাড়িতে কখনও লেজ কাটা টিকটিকি বা তিন লেজ বিশিষ্ট টিকটিকি দেখেছেন? এটা পরিবারের সদস্যদের ভাগ্যের জন্য শুভ না অশুভ?

মানুষ চোখের সামনে সাধারণত এক লেজ বিশিষ্ট টিকটিকি দেখে থাকে। তবে দাবি করা হয়েছে, তিন লেজ বিশিষ্ট টিকটিকিরও নাকি অস্তিত্ব রয়েছে এই পৃথিবীতে। এমন ইউনিক টিকটিকি দেখা গেছে মধ্যপ্রদেশে। এই প্রসঙ্গে মন্তব্য করেছেন কীটতত্ত্ববিদ অধ্যাপক বর্ষা শর্মা। তাঁর কথায়, তিন লেজবিশিষ্ট টিকটিকির অস্তিত্ব আগে থেকেই আছে। এটা আর পাঁচটা এক লেজ বিশিষ্ট টিকিটিকির (Lizard) মতোই। প্রাণীবিদ্যার ভাষায় এটি ‘হেমিডেক্টাইলাস’ (Hemidactylus) নামে পরিচিত।

Vastu Tips

টিকটিকির মধ্যে এক বিশেষ শারীরিক ক্ষমতা রয়েছে, যেটি মানুষের মধ্যে নেই। প্রাণিবিদ্যার ভাষায় এটি ‘অটোটমি’ (Autotomy) নামে পরিচিত। এই বিশেষ বৈশিষ্ট্যের উপস্থিতির কারণে টিকটিকি বিপদ অনুভব করলে শরীরের বিশেষ অংশ বিচ্ছিন্ন করতে সক্ষম। উল্লেখ্য, টিকটিকি প্রয়োজনে শরীরের একটা অংশ নিজে থেকে কেটে বাদ দিলেও, পরে সেই অংশ থেকে অঙ্গ গজিয়ে উঠতে পারে।

Vastu Tips

অটোটমির প্রসঙ্গ টেনেই অধ্যাপকের বক্তব্য, মধ্যপ্রদেশের সেই টিকটিকি কখনও বিপদে পড়ে সম্ভবত শরীর থেকে অংশটিকে খসিয়ে দেয়। পরে সেই অংশ থেকে লেজ গজাতে শুরু করলে কিছু ক্ষেত্রে একটির বদলে তিনটি জন্ম নেয়। মধ্যপ্রদেশের টিকটিকির ক্ষেত্রেও সম্ভবত এটাই ঘটেছে। ফলে উক্ত টিকটিকির তিনটে লেজ দেখতে পাওয়া গেছে। এই ঘটনা বিরল প্রকৃতির হলেও, অসম্ভব নয়।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements