Choddo Shak Bhoot Chaturdashi: উৎসবের মরসুম এখনও চলছে। কালীপুজো (Kali Puja 2023) তথা শ্যামাপুজো হয় কার্তিকের অমাবস্যা তিথিতে হয়। কালীপুজোর আগের দিন ভূত চতুর্দশী পালন করা হয়। এই প্রথাকে কেন্দ্র করে নানান রকমের নিয়ম মুখে মুখে প্রচলিত রয়েছে। কিন্তু সঠিক নিয়মবিধি মানেন খুব কম জনই। ওইদিন নিয়ম মেনে ১৪ রকমের শাক খাওয়ার পাশাপাশি ১৪টি মোমবাতি বা প্রদীপ জ্বালাতে হয়। এর পরের দিনে দীপান্বিতা কালীপুজো করা হয়।
ভূত চতুর্দশীর তারিখ ২০২৩ (Bhoot Chaturdashi Date)
রবিবারে তথা ১২ নভেম্বর তারিখে কালীপুজো হবে এবং শনিবারে তথা ১১ নভেম্বর তারিখে হবে ভূত চতুর্দশী।
ভূত চতুর্দশীতে ১৪ রকমের শাক খাওয়ার কারণ কী? (Why it is important to eat leafy vegetables in bhoot chaturdashi?)
ওইদিন মর্ত্যে নামেন পূর্ব পুরুষেরা। বিশ্বাস করা হয় ১৪ পুরুষের আগমন ঘটে মর্ত্যে। এবার যেহেতু মাটি, জল, বাতাস ও আগুনের সঙ্গে ১৪ পুরুষ মিশে থাকে। তাই মাটিতে জন্মানো ১৪ রকমের শাক খেতে হয়। কেউ কেউ আবার দাবি করেন, ১৪ রকমের শাক খাওয়া ও ১৪টি প্রদীপ জ্বালানোর কাজ ১৪ ভুবনের অধিশ্বরী দেবীদের প্রতি উৎসর্গ করার জন্য করা হয়।
১৪ শাকের তালিকা (List of 14 Leafy Vegetables)
১. শুষণী
২. শুলফা
৩. ভাঁটপাতা
৪. পটুক বা পলতা পত্র।
৫. গুলঞ্চ
৬. শালীঞ্চা
৭. হিঞ্চে
৮. নিম
৯. জয়ন্তী
১০. কালকাসুন্দে
১১. সর্ষে
১২. বেতো
১৩. কেও
১৪. ওল
আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী ১৪ শাকের তালিকা (14 Leafy Vegetables according to Ayurveda)
১. হিঞ্চে
২. সর্ষে
৩. গিমে
৪. কলমি
৫. মূলো
৬. নোটে
৭. পুঁই
৮. ধনে
৯. মেথি
১০. পাট
১১. কুমড়ো
১২. শুষণী
১৩. লাল
১৪. পালং