Withdraw Cash from ATM without Card: এএটিএম মেশিনের (ATM Machine) নাম নিলেই চোখের সামনে ভেসে ওঠে এটিএম কার্ড (ATM Card) বা ডেবিট কার্ডের (Debit Card) নাম। মানুষ সাধারণত এটিএম মেশিন থেকে টাকা তোলার জন্য এই সমস্ত কার্ড ব্যবহার করে থাকে। তবে সম্প্রতি এমন একটি প্রযুক্তি প্রকাশ্যে এসেছে, যার দৌলতে বিনা কার্ডেই এইবার এটিএম থেকে টাকা তোলা সম্ভব (Cash withdrawal without Debit Card)। কীভাবে? জানতে হলে পড়ে ফেলুন এই প্রতিবেদন।
এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইউপিআই-এটিএম ব্যবস্থা (UPI-ATM System)। হিতাচির (Hitachi) তরফে পুরো দেশজুড়ে এখনও পর্যন্ত এই ধরণের ৩০০০টি এটিএম সেটআপ করা হয়েছে। দাবি করা হয়েছে, এই ব্যবস্থা গতি পেলে ডেবিট কার্ড ও এটিএম কেন্দ্রীক জালিয়াতি কমবে। চলুন এই বিষয়েই বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
হিতাচি ইউপিআই-এটিএম ব্যবস্থা কী?(What is Hitachi UPI-ATM System?)
১. চালু হয়ে গেল ইউপিআই-এটিএম ব্যবস্থা (UPI-ATM System)।
২. এটি লঞ্চ করেছে হিতাচি পেমেন্ট সার্ভিস (Hitachi Payment Service)।
৩. হিতাচি ও এনপিসিআই (NPCI) তথা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার (National Payments Corporation of India) যৌথ উদ্যোগে ইউপিআই-এটিএম সার্ভিস চালু হয়েছে।
বিনা কার্ডে নগদ তোলার প্রক্রিয়া(Withdraw Cash without Card)
অনেকেরই মাথায় চলছে, কীভাবে ইউপিআই-এটিএম ব্যবহার করা যায়? (How to use UPI-ATM)। প্রশ্নটির উত্তর রয়েছে এই প্রতিবেদনেই। চলুন এই পদ্ধতিই জেনে নেওয়া যাক।
১. আপনাকে প্রথমে যেতে হবে ইউপিআই-এটিএমে (UPI-ATM)।
২. এটিএমে গেলে দেখতে পাওয়া যাবে ‘ইউপিআই কার্ডলেস ক্যাশ’ (UPI Cardless Cash)। উক্ত অপশনে আপনাকে ক্লিক করতে হবে।
৩. ক্লিক করার পরে দেখা যাবে টাকা তোলার অ্যামাউন্ট বেছে নেওয়ার অপশন। এটিএম-র দেওয়া অপশনের মধ্যে টাকা না তোলার থাকলে ‘আদার অ্যামাউন্ট’ (Othed Amount)-এ ক্লিক করতে হবে।
৪. এরপরে দিতে হবে আপনি যে অ্যামাউন্টটি তুলতে চান।
৫. তারপরে এটিএম-এর স্ক্রিনে একটি কিউআর কোড (QR Code) দেখতে পাওয়া যাবে।
৬. সেই কোডটি নিজের ফোনের ইউপিআই অ্যাপ (UPI App) ওপেন করে স্ক্যান (QR Code Scan) করতে হবে।
৭. নিজের ব্যাঙ্কের নাম বেছে নিতে হবে।
৮. এরপরে দেখতে পাওয়া যাবে ‘কনফার্ম’ (Confirm) বাটন।
৯. উক্ত বাটনে ক্লিক করলেই ‘কনফার্ম টু ক্যাশ’ (Confirm to withdraw cash) দেখতে পাওয়া যাবে। সেখানে ‘প্রসিড’ (Proceed) বাটনে ক্লিক করলেই ‘ইউপিআই পাসওয়ার্ড’ (UPI Password) দেওয়ার অপশন আসবে।
১০. সেখানে ইউপিআই পাসওয়ার্ড দিয়ে দিলেই আপনার দেওয়া অ্যামাউন্ট অনুযায়ী নগদ টাকা এটিএম থেকে বেরিয়ে আসবে।