রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Yuvasree Prakalpa: রাজ্যের বেকারদের জন্য দুর্দান্ত এই প্রকল্প, আবেদন করলেই প্রতিমাসে 1500 করে টাকা পাবে

Yuvasree Prakalpa: বাংলায় শিক্ষিতের হার কম নয়। বর্তমানে প্রায় প্রত্যেক বাড়িতে রয়েছে স্নাতক উত্তীর্ণ পড়ুয়া। এই বিরাট সংখ্যক পড়ুয়াদের কিছু অংশই হয়তো উচ্চতর পড়াশোনার দিকে এগোয়। সিংহভাগ মানুষ গ্র্যাজুয়েশন করার…

Advertisements

Yuvasree Prakalpa: বাংলায় শিক্ষিতের হার কম নয়। বর্তমানে প্রায় প্রত্যেক বাড়িতে রয়েছে স্নাতক উত্তীর্ণ পড়ুয়া। এই বিরাট সংখ্যক পড়ুয়াদের কিছু অংশই হয়তো উচ্চতর পড়াশোনার দিকে এগোয়। সিংহভাগ মানুষ গ্র্যাজুয়েশন করার পরে চাকরি বা ব্যবসার দিকে ঝুঁকে যায়। প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় ও শূন্যপদ তেমন উপলব্ধ না থাকায় বা অন্যান্য একাধিক সমস্যার কারণে বর্তমানে বহু যুবক-যুবতীই বেকার।

Yuvasree Prakalpa

Advertisements

সম্প্রতি, রাজ্যের বেকারদের আর্থিক সহায়তা প্রদান করার জন্য রাজ্য সরকারের তরফে নেওয়া হয়েছে এক বিশেষ উদ্যোগ। এই উদ্যোগের অধীনে পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকাররা প্রত্যেক মাসে ১৫০০ টাকা পেতে পারেন।

প্রকল্পটির নাম (Name of The Scheme)

প্রকল্পটির নাম হল ‘যুবশ্রী প্রকল্প’ (Yuvasree Prakalpa)। এই প্রকল্পটির সূচনা হয়েছিল ২০১৩ সালে। প্রকল্পটির আওতায় থাকা রাজ্যবাসীরা প্রত্যেক মাসে দেড় হাজার টাকা ভাতা হিসাবে পান।

যুবশ্রী প্রকল্পের আবেদনের যোগ্যতা (Eligibility to Apply for Yuvasree Prakalpa)

১. পশ্চিমবঙ্গের বাসিন্দা হওয়া বাধ্যতামূলক।
২. বয়স ১৮-৪৫ বছর বয়সসীমার মধ্যে থাকতে হবে।
৩. ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক হতে হবে।
৪. কর্মহীন হতে হবে।

Yuvashree Prakalpa

যুবশ্রী প্রকল্পে আবেদন করবেন কীভাবে? (How to apply for yuvasree prakalpa?)

১. প্রথমেই যেতে হবে https://employmentbankwb.gov.in/ ওয়েবসাইটে।।
২. রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পরে ক্লিক করতে হবে ‘নিউ এনরোলমেন্ট জব সিকার’ (New Enrollment Job Seeker) অপশনে।
৩. সামনে accept ও continue এলে সেখানে টিক দিলে নতুন একটি পেজ দেখতে পাওয়া যাবে। এই পেজে থাকা ফর্মটি ফিলাপ করে সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
৪. সবশেষে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
৫. পূরণ করা আবেদনপত্রের হার্ড কপি বের করে নিয়ে তা আগামী ৬০ দিনের মধ্যে স্থানীয় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে জমা করতে হবে।
৬. ফর্ম জমা দিলে রেজিস্টার্ড নম্বরে একটি বিশেষ আইডি ও পাসওয়ার্ড আসবে।
৭. একটা নির্দিষ্ট সময়ে পরে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কর্তৃপক্ষের তরফে গৃহীত আবেদনপত্রের আবেদনকারীদের নামের একটি তালিকা বের করা হবে।
৮. উক্ত তালিকায় নাম থাকলেই মিলবে মাসিক ১৫০০ টাকা।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements