রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Zee Bangla Serial: বেজে গেল বিদায় ঘণ্টা! বন্ধের সিদ্ধান্ত জি বাংলার এই জনপ্রিয় ধারাবাহিক

Zee Bangla Serial: প্রত্যেক শুরুরই শেষ আছে। নিয়তির এই নিয়ম মেনেই এবার বন্ধ হতে চলেছে জি বাংলার এক ধারাবাহিক (Zee Bangla Serial)। পূর্বে উক্ত ধারাবাহিক বন্ধ হওয়ার গুজব শোনা গেলেও,…

Advertisements

Zee Bangla Serial: প্রত্যেক শুরুরই শেষ আছে। নিয়তির এই নিয়ম মেনেই এবার বন্ধ হতে চলেছে জি বাংলার এক ধারাবাহিক (Zee Bangla Serial)। পূর্বে উক্ত ধারাবাহিক বন্ধ হওয়ার গুজব শোনা গেলেও, এবার সত্যিকারেরই বন্ধ হতে চলেছে বলে সিরিয়ালটি। ঘনঘন স্লট বদলানোর পরেও শেষ রক্ষা হল না। অবশেষে বন্ধ হতে চলেছে সিরিয়ালটি। কোন ধারাবাহিকের সফর শেষ হতে চলেছে? চলুন সেটাই জেনে নেওয়া যাক।

জি বাংলার কোন সিরিয়াল বন্ধ হচ্ছে? (Which Zee Bangla Serial is going to end?)

প্রকাশ্যে আসা খবর অনুযায়ী, জি বাংলার ‘খেলনা বাড়ি’ (Khelna Bari) ধারাবাহিকটি বন্ধ হতে চলেছে। এই ধারাবাহিকের শুটিং চলতি সপ্তাহেই শেষ হয়ে যাবে বলে দাবি করা হয়েছে।

Advertisements

Zee Bangla Serial

খেলনা বাড়ি জি বাংলা: (Khelna Bari Zee Bangla)

খেলনা বাড়ি ধারাবাহিকটি ২০২২ সালের ১৬ই মে তারিখে শুরু হয়। এই ধারাবাহিকের অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিশ্বজিৎ ঘোষ (Biswajit Ghosh) ও আরাত্রিকা মাইতি (Aratrika Maiti)। প্রথমে এই ধারাবাহিকের স্লট সন্ধ্যা ৬:৩০টা ছিল। জনপ্রিয়তা বৃদ্ধি পেলে সিরিয়ালটিকে রাত ৯টার স্লট দেওয়া হয়। স্লট লিড করতে শুরু করলে এর সম্প্রসারণের সময় রাত ৯টা থেকে ঠেলে রাত ১০ টা করা হয়। পরে আবার এটা পাল্টে রাত ১০টা থেকে ৯:৩০টা করে দেওয়া হয়। গৌরী ও ইচ্ছে পুতুলের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই সমস্ত পদক্ষেপ নেওয়ার পরেও শেষ রক্ষা হল না। ধারাবাহিকের শেষ শুটিং সেরে ফেলল খেলনা বাড়ি টিম।

Zee Bangla Serial

সম্প্রতি আরাত্রিকা (Aratrika Maity) নিজের ইন্সটা আইডি থেকে একটি স্টোরি শেয়ার করেন। এই স্টোরিতে তিনি ‘খেলনা বাড়ি’ টিমের মেয়েদের সিঁদুর খেলার ফটো দিয়ে ক্যাপশনে লেখেন, “বিদায়বেলা ঘনিয়ে এলো..আর তো কিছুদিন। সবাই দেখতে থাকো খেলনা বাড়ি। জি বাংলা রাত সাড়ে ৯টায়”।

খেলনা বাড়ির জায়গায় কোন ধারাবাহিক আসবে সেই নিয়ে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল ঘোষণা করা হয়নি। তবে কারোর দাবি দিতিপ্রিয়ার ধারাবাহিক আসতে পারে, আবার কেউ বলেছেন দেবাদৃতা বসুর সিরিয়াল আসতে পারে। কেউ কেউ আবার ইন্দ্রানী পালের ধারাবাহিকেরও দাবি করছেন। এবার দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements